ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

ধোনির কাছে বয়স গৌণ, ইচ্ছাশক্তিই মুখ্য 

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২ ২০:৪১

মহেন্দ্র সিং ধোনি। ফাইল ছবি মহেন্দ্র সিং ধোনি। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সময় ছুটে চলে নিজস্ব গতিতে৷ রাতের পর দিন আবার দিনের পর রাত আসে যথানিয়মে৷ ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা যেমন নদীর বুকে ভাসিয়ে নিয়ে যায় নানান কিছু ঠিক তেমনি বয়স অনেক কিছুই বদলিয়ে দেয় মানুষের জীবনে৷ চলার প্রতিটি ক্ষেত্রে অর্জিত অভিজ্ঞতা একটা সময় বয়সকে করে তুলে গৌণ, যদি ইচ্ছাশক্তি হয়ে যায় মুখ্য৷ 

তরুণ প্রজন্মের শিরায় শিরায় কিংবা উপশিরাতে মিশে আছে ক্রিকেট৷ প্রতিটি দেশের ভবিষ্যত খেলোয়াড়রা হতে চায় তাদের দেখা আইডলদের মত৷ বিশ্বক্রিকেটে স্বার্থক ক্রিকেটারদের মধ্যে উপরের দিকে অবস্থান কাপ্তান কুল মহেন্দ্র সিং ধোনির ৷ দায়িত্বকালীন সময় যা এনে দিয়েছে ভারতীয় দলকে তাতে স্পর্শ করা হয়ে গেছে সমস্ত সফলতা৷ এরপর বাকি বলতে শুধু অন্যের হাত ধরে আরও বারংবার একই উল্লাস করা৷ 

যতদেশে, যত প্রান্তে যতই টূর্ণামেন্ট অনুষ্ঠিত হোক না কেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বিশ্বের শ্রেষ্ঠ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট এটি অস্বীকার করার কোন উপায় নেই৷ সত্যি বলতে উপায় রাখতে দেয়নি আয়োজক কমিটি৷ এই শ্রেষ্ঠ টূর্নামেন্টে অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস৷ সফলতার নেপথ্যে কারিগর বিধাতার নিকট থেকে দুহাত ভরে পাওয়া মহেন্দ্র সিং ধোনি ৷ এই সেরা কাপ্তান, দারুণ ফিনিশার, অনন্য উইকেটরক্ষক ব্যাটার প্রায় এক যুগ হলুদে আবৃত দলটির নেতৃত্ব দিয়ে ৯ বার ফাইনালে নিয়ে গেছেন। জয়ের স্বাদ গ্রহণ করেছেন চারবার ৷ 

ধোনির ক্রিকেটীয় ক্যারিয়ারের অন্যতম বৈশিষ্ট্য হলো ভক্তদের চমক দিতে ভালোবাসেন ৷ ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জোগিন্দর শর্মাকে শেষ ওভার দেওয়া হোক বা ২০১১ বিশ্বকাপে যুবরাজ সিংয়ের আগে ব্যাট করতে আসা, তিনি বরাবরই তার ভক্তদের চমক দিয়ে আসছেন। এ বিষয়ে পটুও তিনি৷ তার জাদুকরী সিদ্ধান্তে বিজয়ের উল্লাস হলেও এবার অনেকটা মলিন সকলে৷ বিশেষ করে চেন্নাই সমর্থক গোষ্ঠী৷ কারন সবারই জানা৷ অধিনায়াকত্ব ছেড়ে খেলোয়াড় হিসেবে এবারেই শেষ আসর খেলবেন ধোনি৷ 

আন্তর্জাতিক ম্যাচ কিম্বা ঘরোয়া টুর্নামেন্টে খেলেন না মাহি অবসরের পর থেকে৷ সেখানে তাঁর প্রতিযোগিতামূলক ক্রিকেটে একমাত্র খেলা আইপিএল ৷ গত দুই আসরে ব্যাটে রান পেলেও এবারের আসরের শুরুর দিনে অর্ধশতক করেছেন এই তারকা৷ কলকাতার বিপক্ষে দলের যখন ৬১ রানে ৫ উইকেট তখন বিপদের কান্ডারি হয়ে ৭ চার ও ১ ছয়ের বৌদলতে আইপিএল ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে করেন অর্ধশতকের এই কৃর্তী ৷ 

ধোনির বেলায় বয়স শুধুমাত্র একটি সংখ্যা৷ তা না হলে ৪০ বছর বয়সে এসেও বল স্টেডিয়াম ছাড়া করার সক্ষমতা হওয়ার কথা নয়৷ তাই বলা যায় বয়সের সংখ্যা গৌণ, ইচ্ছাশক্তিই মূখ্য৷

 

-মশিউর রহমান সাওন



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

এবার মাদিবার রাষ্ট্রে হোক সাম্রাজ্য উদ্ধার

২০২০ সালের পরের ব্যাচ ট্রফি ধরে রাখার কাজটি করতে পারেনি। তবে এবার সাম্রাজ্য উদ্ধারের...