ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

দলের স্বার্থে রুটের পথে হাটবেন কি মুমিনুল!

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ০১:৫৯

সাদা পোষাকে নেতৃত্বের সাথে ব্যাট হাতেও ব্যর্থ মুমিনুল হক। ফাইল ছবি। সাদা পোষাকে নেতৃত্বের সাথে ব্যাট হাতেও ব্যর্থ মুমিনুল হক। ফাইল ছবি।

ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য জো রুট। ব্যাট হাতে বাইশ গজের লড়াইয়ে বোলারদের কাছে এক আতঙ্কের নাম। ধারাবাহিকভাবে রান তুলায় পটু এই ব্যাটার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিয়েছেন আজ। থ্রি লায়ন্সদের সাদা পোষাকের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। নিজে অসাধারণ খেললেও গেল গেল ‍দুই সিরিজ অর্থ্যাৎ সম্মানের লড়াই অ্যাশেজ ও উইন্ডিজ সফরে দল ব্যর্থ হলে সমালোচনা শুরু হয় অধিনায়কত্ব নিয়ে। সাবেক ক্রিকেটাররা জোর দাবি জানান রুটের পরিবর্তে অন্য কারও কাছে দায়িত্ব দেখার জন্য। এতদিন চুপ থাকলেও সম্মানের সাথে নিজে থেকে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন রুট। 

ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য শুধু নন। নেতা হিসেবে ম্যাচ জয় কিংবা রান দুই সমীকরণেই অতীতের সবাইকে পেছনে ফেলে তালিকায় রয়েছেন সবার উপরে। তবুও দলের ব্যর্থতা নিজের কাঁধে নিয়ে ছেড়ে দিলেন বিশাল দায়িত্ব।  

বাংলার ক্রিকেটে আভিজাত্যের ফরম্যাটের দায়িত্বে রয়েছেন মুমিনুল হক। দল যেমন কালে ভদ্রে জয় পায় তেমনি মুুমিনুলের ব্যাটেও রান আসে দীর্ঘ সময় পর। গেল আফ্রিকা সিরিজে দুই ম্যাচে মোটেও রান করতে পারেননি বাংলার কাপ্তান। দুই ম্যাচেই গড়েছেন লজ্জার রেকর্ড। দীর্ঘসময় ধরে মুমিনুলকে নিয়ে সমালোচনা ক্রিকেট পাড়ায়। দেশের স্বার্থে অধিকাংশের চাওয়া নেতা নয় ব্যাটার হিসেবেই দেশকে এগিয়ে নিয়ে যাক তিনি। সকলের চাওয়া কিংবা মুমিনুলকে নিয়ে সমালোচনায় রয়েছে যথেষ্ঠ কারন। নেতৃত্ব নেওয়ার পর থেকে নিজের স্বভাবজাত ক্রিকেট খেলতে পারছেণ না তিনি। 

আফ্রিকা সিরিজ থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে কাপ্তান মুমিনুল বলেছিলেন জাতীয় পর্যায়ে অধিনায়ক্ত করতে হলে চাপ নিতে হবে। উদাহারণ হিসেবে সামনে আনেন জো রুটের নাম। বলেন জো রুট পারফরম্যান্স করেও দলের ব্যর্থতায় চাপের মুখে পড়েছে। 

রুটের নেতৃত্বে গত ৫ বছরে ইংল্যান্ড দল ২৭টি ম্যাচ জিতেছে। এ সময় রুটের শতক রয়েছে ১৪টি। অপরদিকে মুমিনুলের শতক সংখ্যা সেই তুলনায় নগণ্য। ম্যাচ জয়ের পাল্লাও খুব একটা ভারি নয়। তবুও সবার দাবি মেনে নিয়ে দেশের ক্রিকেটের স্বার্থে ছাড়লেন দায়িত্ব। ক্যারিয়ারের শুরুতে যেভাবে মুমিনুল ব্যাট হাতে দেশকে সম্মান এনে দিয়েছেন অধিনায়কত্বের চাপকে বিদায় বলে আরেকবার ব্যাটার হিসেবে সেই ধারাবাহিকতায় আসবে এই ব্যাটার। 

আন্তর্জাতিক অভিষেকের পর তার টানা শতক স্বপ্ন দেখাচ্ছিল দেশ থেকে বের হবে বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটার। তবে সময়ের সাথে সেই স্বপ্ন মলিন হয়েছে। আইসিসির সর্বশেষ টেস্ট র‌্যাংকিংয়ে মুুমিনুলের বর্তমান অবস্থান ৫০তম। 

আরও পড়ুনঃ কাউন্টিতে পাকিস্তানি মাসুদের ডাবল শতক

অধিনায়কের দায়িত্বে দলে থাকলে চাপ আসবে এটিই চিরন্তন সত্য। রোহিত জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর আইপিএলে পারফরম্যান্স করতে পারছেন না এমনটিই মনে করনে গ্রায়েম স্মিথ। অপরদিকে পাকিস্তানের সাবেক তারকা খেলোয়াড়দের অনেকে বাবরকে একটি সংস্করণ থেকে অধিনায়কত্ব  ছাড়ার পরামর্শ দেন। তাই বলা যায় দেশের ক্রিকেটের স্বার্থে মুমিনুল নতুন করে ভেবে দেখবে কোন কিছু। 

মুমিনুল হক সৌরভ দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাট হাতে মোটেও ধারাবাহিক নয়। বাংলাদেশ দল সাদা পোষাকে পরিণত নয় এই বাস্তবতা মানতে হবে। দল লজ্জার রেকর্ড গড়লেও তা সাদরে গ্রহণ করতে হবে। তবে দেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটার ধারাবাহিক না হলে তা মেনে নেওয়া সবার পক্ষেই কষ্টের। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

এবার মাদিবার রাষ্ট্রে হোক সাম্রাজ্য উদ্ধার

২০২০ সালের পরের ব্যাচ ট্রফি ধরে রাখার কাজটি করতে পারেনি। তবে এবার সাম্রাজ্য উদ্ধারের...