রাজা ফিরেছে নিজ সাম্রাজ্যে
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২ ২২:১০

বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসান। মাঠ কিংবা মাঠের বাইরে সাকিবের ইচ্ছা কিংবা অনিচ্ছায় হয়ে থাকে আলোচনা সমালোচনা। তবে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে যাই হোক তাতে যেমন সাকিবের কিছু আসেনা তেমনি আসেনা বাকি খেলোয়াড়দের। সাকিবকে কাছে পেলেই সতীর্থ বিশেষ করে নবাগত কিংবা জাতীয় দলের বাইরে আছে এমন খেলোয়াড়দের মাঝে আলাদা আনন্দ বিরাজ করে।
জাতীয় দলের সর্বশেষ সিরিজের পূর্বে সাকিবের যাওয়া না যাওয়া ঘটনা ঘটেছে অসংখ্য। তবে শেষ পর্যন্ত সফরে গিয়ে সমস্ত নেতিবাচক সমালোচনাকে মাটি চাপা দিয়ে প্রথম ম্যাচেই সব আলো আরেকবার নিজেরদিকে করে নেন সাকিব। সফরে টেস্ট খেলার কথা থাকলেও পরিবারের বিপদে ফিরে আসেন দেশে। তবে আসার পূর্বে দেশের প্রতি ভালোবাসার টানে শেষ করেন তিন ম্যাচের সিরিজ। এমন ত্যাগে সাকিব বন্দনায় মেতে উঠেন পুরো বাংলাদেশ।
দেশে ফিরে আসার কিছুদিনপর পরিবারের পাঁচজন অসুস্থ সদস্যের চারজন সুস্থ হলেও ফিরে না আসার ঠিকানায় চলে যান সাকিবের শ্বাশুড়ি। এরপর মেয়ের পড়াশোনার বিষয়ে সাকিব চলে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সফরে সাকিবকে পাওয়া যাবে কিনা এমন প্রশ্ন ক্রিকেট পাড়ায় শুরু হয়েছিল আরেকবার। যেহেতু পরিবারের দুঃসময় চলতেছে সাকিবের তাই খেলা প্রসঙ্গে সাকিবের সিদ্ধান্তকে সম্মান জানানোর কথা বলা হয় নির্বাচকদের পক্ষ থেকে। তবে সাকিব সিরিজ খেলবেন বলে নিজেই জানিয়েছেন এবং ফিরে এসেছেন নিজ দেশে।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পূর্বে নিজেকে প্রস্তুত করতে ডিপিএল খেলতে আগ্রহী ছিলেন নিজেই। চলতি লিগ শুরুর পূর্বে মোহামেডানের সাথে সাকিবের চুক্তি থাকলেও পারিবারিক সমস্যায় খেলা হয়নি তার। দলও সুপার লিগে উঠতে ব্যর্থ হওয়ায় সাকিব ইচ্ছা পোষণ করেন মাশরাফীর দল লিজেন্ড অব রুপগঞ্জের হয়ে খেলার। সাকিবের আবদার মেনে নিয়েছে দল মোহামেডান। তাই খেলতে কোন বাঁধাও নেই এই বিশ্বসেরা অলরাউন্ডারের।
আরও পড়ুনঃ 'টি-২০'তে কবে ফিরবেন তামিম? জানে না বিসিবিও
বৃষ্টিতে সুপার লিগের ম্যাচ দেরীতে শুরু হওয়ায় সাকিবকে কাছে পেয়ে গল্পে মেতে উঠেন বিজয়,নাসিররা। খোশগল্পে আরও উপস্থিত ছিলেন আলামিন ইসলাম, শেখ মাহাদি, রুবেল হোসেন, সাইফউদ্দীনরা। গল্পে তিন দলের সদস্য থাকলেও দিন শেষে সবাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। এছাড়াও অনেকে দীর্ঘসময় জাতীয় দলের বাইরে থাকার কারনে সাকিবের সাথে গল্প করতে পারেনা আগের মত। তাই এতকাছে পাওয়ার পর গল্পের সুযোগ মিস কেই বা করতে চায়।
এমন হাশিখুশির গল্প দেশের ক্রিকেটের জন্য ভালো। পঞ্চপান্ডবের মধ্যে একজন সাকিব আল হাসান। অভিজ্ঞতায় সমৃদ্ধ সাকিবের কাছে শেখার অনেককিছুই আছে তা ভালো ভাবেই জানে বাকি সকলে। সাকিব খেললে স্বস্তি আসে দেশের ক্রিকেটে। দলে না থাকলে দ্বিধায় পড়তে হয় দল সাজাতে। তাই সাকিব নিজ সাম্রাজ্যে ফিরে এসে স্বস্তি দিচ্ছে সকলকে।
-নট আউট/এমআরএস
তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....
বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!
শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

এবার মাদিবার রাষ্ট্রে হোক সাম্রাজ্য উদ্ধার
২০২০ সালের পরের ব্যাচ ট্রফি ধরে রাখার কাজটি করতে পারেনি। তবে এবার সাম্রাজ্য উদ্ধারের...

আপনার মূল্যবান মতামত দিন: