ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

আত্মবিশ্বাসে মিলছে সফলতা!

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ১২ জুলাই ২০২২ ০৩:২০

তামিম ইকবাল৷ ছবি সংগৃহীত তামিম ইকবাল৷ ছবি সংগৃহীত

একটা সিরিজে ম্যাচ জিততে না পারলে তা সবসময়ই কঠিন। পাশাপাশি এটাও সত্য, ওয়ানডে এমন একটা ফরম্যাট যেটা নিয়ে আমরা গর্ব করি। এই ফরম্যাটে আমরা খুব ভালো দল, এতে সন্দেহ নেই'- চলমান উইন্ডিজ সিরিজে দুই ফরম্যাটে হোয়াইট ওয়াশের পর ওডিআই সিরিজ শুরুর আগে এমনটিই বলেছিলেন অধিনায়ক তামিম ইকবাল৷

তামিম আত্মবিশ্বাসী বলেই হয়তো এমনটা বলেছেন৷ এই সংস্করণে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ তা বলার অপেক্ষা রাখে না৷ দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় সম্প্রতি যেমন অনুপ্রেরণার ভান্ডার তেমনি নিজেদের মধ্যে থাকা আত্মবিশ্বাস সফলতার চাবিকাঠি৷

তামিমের ভাষ্যতে, "কে আছে কে নেই সেটা নিয়ে তিনি তেমন বেশি মাথা ঘামান না। ওনাকে যে স্কোয়ার্ড দেওয়া হবে, সেখান থেকেই বেস্ট একাদশ নিয়ে মাঠে ভালো পারফরম্যান্স করতে চান।"

মূলত সাকিব আল হাসান ছুটিতে রয়েছেন ওডিআই সিরিজ থেকে৷ সুপার লিগের অংশ না হওয়ায় সেটিই অবশ্য যৌক্তিক৷ মুশফিকুর রহিমও নেই এ সিরিজে৷ ২০০৬ সালের পর প্রথমবার একই ম্যাচে সাকিব কিংবা মুশফিককে পেল না ওয়ানডে দল৷ দলে সিনিয়র না থাকলে সমস্যায় থাকে দল তা চিরন্তন সত্য৷ সব মিলে চাপ থাকলেও থেমে যাওয়ার সুযোগ নেই সেটিই হয়তো বুঝিয়েছেন কাপ্তান তামিম৷

তামিম নেতৃত্ব নেওয়ার প্রথমে বলেছিলেন, আমাকে এখন নয় বিচার করবেন কয়েক সিরিজ পরে৷ বাংলাদেশ দল তার নেতৃত্বে এখন পর্যন্ত ২২ ম্যাচে জয় পেয়েছে ১৩টিতে৷ জয়ের শতকরা হারে পেছনে পড়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা৷ ম্যাশের জয়ের শতাংশ ছিল ৫৮.১৩, বর্তমানে তামিমের যা ৫৯.০৯৷ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আমলে যা ছিল ৪৬.৯৩ শতাংশ৷

বাংলাদেশ দল উইন্ডিজ সফরে টেস্ট এবং টি-টোয়েন্টিতে দলীয় সাফল্য খুঁজে না পেলেও প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে ৬ উইকেটে৷ ফরম্যাট প্রিয় হওয়ার মূল কারন সেই আত্মবিশ্বাস৷ ফলে বলা যেতেই পারে আত্মবিশ্বাসে সফল তামিম, সফল পুরো দল৷ 

তামিমের নেতৃত্বের মেয়াদ আগামী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত৷ স্নায়ু যুদ্ধের বৈশ্বিক আসরে দল এই ওপেনারের নেতৃত্বে কতটা পথ অতিক্রম করবে তা যেমন সময়ে বলবে, তেমনি পরবর্তীতে নেতৃত্বের দায়িত্বে তামিম থাকবেন কি না সেটিও সময়ের হাতে ছেড়ে দেওয়া উত্তম৷ কারন প্রতি সেকেন্ডে বদলে যেতে পারে অনেককিছু৷

নেতার আত্মবিশ্বাসের সঙ্গে যখন সহ-যোদ্ধাদের আত্মবিশ্বাস একই হয় তখন সফলতা ছাড়া ভিন্ন ফল হওয়ার সম্ভাবনা খুবই কম৷ তামিম পুরো দলকে এক বন্ধনে আবদ্ধ করে এগিয়ে চলছে দারুণ ভাবেই৷ সেই ধারাবাহিকতা থাকলে লাভ দেশের ক্রিকেটের৷

তামিম যেমন আত্মবিশ্বাসী তেমনি আত্মবিশ্বাসী হওয়া উচিত বাকি দুই নেতাকে৷ হয়তো পাওয়ার হিটার নেই কিংবা নেই সংস্কৃতি৷ তবে সেই নেই এর হাহাকারে আত্মবিশ্বাস যুক্ত হলে দাপট দেখানো কষ্টকর৷ মলিনতায় হার মেনে নেওয়া ছাড়া উপায় বা কিসে!

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

তিন পান্ডবের পাঁচ সেঞ্চুরি, ইমপ্যাক্টে এগিয়ে.....

বিশ্বকাপে ২৯ ম্যাচ খেলা সাকিবের রান ১১৪৬৷ ২৯ ম্যাচে মুশফিকের ৮৭৭ রান৷ এই রান নিয়ে রয়ে...

৬, ৬, ৬, ৬, ৬—‘রিংকু সিং’ হ্যাভ ডান ইট!

শেষ ওভারে এমন খুনে ব্যাটিং এর আগে কেউ দেখেনি বোধহয়।

এবার মাদিবার রাষ্ট্রে হোক সাম্রাজ্য উদ্ধার

২০২০ সালের পরের ব্যাচ ট্রফি ধরে রাখার কাজটি করতে পারেনি। তবে এবার সাম্রাজ্য উদ্ধারের...