ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপের বছরে মুশফিকের '৩৬'

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ৯ মে ২০২৩ ১৫:৫৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওনঃ ২০১২ এশিয়া কাপ৷ ৪৮ নাম্বার ওভারে ইরফান পাঠানকে লিটল মাস্টার মুশফিকের ২ ছয়ের মার৷ গ্যালারী জুড়ে বাংলাদেশ, বাংলাদেশ৷ পরের ওভারের প্রথম বলেই প্রভীন কুমারের বল হাওয়ায় ভাসিয়ে করলেন সীমানা ছাড়া৷ কাঁচে বেষ্টিত রুমে সে কি উচ্ছ্বাস সাকিব আল হাসানের৷ আনন্দে লাফাচ্ছিলেন তামিম ইকবাল৷ সেদিন সত্যিকারের আনন্দ ভোগ করেছে বাংলাদেশ৷

২০১৬! প্রথমবার টি-টোয়েন্টিতে ভারতকে হারানোর মুখ্যম সুযোগ বাংলাদেশের সামনে, সেটিও আবার বিশ্বকাপ মঞ্চে৷ শেষ ওভারে হার্দিক পান্ডিয়াকে দুই বলে মারলেনও দুই চার৷ দ্বিতীয় চার মারের পর ম্যাচ জিততে বাংলাদেশকে দিতে হবে খানিক পথ পাড়ি৷ তাইতো পিচের মাঝখানে এসে আনন্দে মেতেছিলেন মুশফিকুর রহিম৷ তবে সেদিন জেতা হয়েও হয়নি, কারন ভারতের চেয়ে বাংলাদেশ করেছিল ১ রান কম৷

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ১৯ আর ৩ রান দিয়ে শুরু৷ চলমান ছুটে চলা দেড় যুগের, তিন সংস্করণে রানের যোগফল ১৪,০৩৩৷ ১৯ শতকের পাশাপাশি করেছেন ৭৫ অর্ধশতক।

ক্যারিয়ারে দেখেছেন উত্থান-পতন৷ জায়গা হারিয়েছেন টি-টোয়েন্টিতে৷ মাঠের বাইরে থেকে বিদায় জানিয়েছেন ছোট ফরম্যাটকে৷ ওয়ানডে দলেও তার জায়গা পাওয়া নিয়ে কয়েক মাস আগেই জেগেছিল শঙ্কা৷ তবে এই সময়ে তিনি গড়েছেন বাংলাদেশিদের মধ্যে দ্রুততম শতক করার রেকর্ড৷

শতকের প্রসঙ্গ যখন আসে তখন মুশফিক আরও অনন্য৷ টেস্ট ক্রিকেটের বয়স প্রায় ১৫০ বছর৷ এসময়ে মুশফিক একমাত্র উইকেট রক্ষক ব্যাটার, যার নামের পাশে রয়েছে দুইটি দ্বিশতক৷ বাংলাদেশ জার্সিতে প্রথম ডাবল সেঞ্চুরিয়ানও বগুড়ায় জন্ম হওয়া এই ক্রিকেটারের৷

ইতিহাসের ছাত্র মুশফিক নিজেকে পরিণত করেছেন দেশের ক্রিকেটের ইতিহাসের অংশ হিসেবে৷ ৮৭৭ রান নিয়ে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক৷ এই সংস্করণের বিশ্ব মঞ্চে লাল-সবুজ জার্সিতে শতক হাকানো তিনজনের একজন মুশফিক৷

আসছে বিশ্বকাপে গোটা বাংলাদেশের স্বপ্ন বিশ্বজয়ের৷ আর ট্রফি উঁচিয়ে ধরতে বড় ভূমিকা পালন করতে হবে মুশফিককে৷ বিশ্বকাপের বছরের জন্মদিন স্মরণীয় থাকুক কোটি বাঙ্গালির হৃদয়ে৷ মুশফিকের ব্যাটিং উইলোতে তৈরী হো়ক নয়া ইতিহাস৷ শুভ জন্মদিন মিস্টার আস্থা৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

শুভ জন্মদিন মাশরাফি

১৯৮৩ সালের আজকের এই দিনে জন্ম হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের মানসিকতা বদলে দেওয়া কারিগর...

ভারতের চন্দ্রশেখর!

স্পিনার হলেও চন্দ্রশেখর লং রান-আপ ও হাই অ্যাকশনের বল করতেন। যার ফলে বাড়তি গতিও পেতেন...

বিশ্বকাপের বছরে মুশফিকের '৩৬'

২০১২ এশিয়া কাপ৷ ৪৮ নাম্বার ওভারে ইরফান পাঠানকে লিটল মাস্টার মুশফিকের ২ ছয়ের মার৷ গ্যা...