পাকিস্তানের বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা দেখছেন ইউসুফ
প্রকাশিত: ১০ জুন ২০২৩ ০৩:০১

নট আউট ডেস্কঃ বরাবরই দারুণ একটা পেস বোলিং ইউনিট নিয়ে বিশ্ব মঞ্চে খেলতে নামে পাকিস্তান দল। শাহিন আফ্রিদি-হ্যারিস রউফের মতো গতি তারকায় ঠাসা দল নিয়ে এবারও প্রস্তুত হচ্ছে দলটি। অন্যদিকে ফখর জামান, বাবর আজম কিংবা মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ব্যাটাররা পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে করেছে সমৃদ্ধ। সবমিলিয়ে দারুণ ছন্দে থাকা পাকিস্তান দলের প্রতি সমর্থকদের পারদটাও থাকছে আকাশচুম্বী।
অক্টোবরে ভারতের মাটিতে বসতে চলছে এবারের ওয়ানডে বিশ্বকাপ। এই আসরেই পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। বাবর আজমদের নিয়ে বেশ আশাবাদীও এই সাবেক তারকা।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানের বিশ্বকাপ পুনরুদ্ধারের প্রত্যাশা জানিয়ে ইউসুফ বলেছেন, ‘সাদা বলের ক্রিকেটে আমাদের কম্বিনেশন খুবই ভালো। আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০ জনের মধ্যে আমাদের তিন জন আছে। ইমাদ ওয়াসিম ফিরে এসেছে। শাদাব খান, মোহাম্মদ নাওয়াজও দারুণ ক্রিকেটার। আমাদের তিন জন শীর্ষ মানের অলরাউন্ডার আছে, যারা দারুণ ফিল্ডারও। আমার মনে হয়, বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে আমাদের।’
মোহাম্মদ ইউসুফকে বাড়তি শক্তি যোগাচ্ছেন পাকিস্তানের পেসাররা। দলে তারকা পেসারের ছড়াছড়ি থাকায়, একাধিক বিকল্প থাকায় বোলিং ইউনিট নিয়ে করছেন না দুশ্চিন্তা। তিনি আরও বলেছেন, ‘ফাস্ট বোলিং বিভাগে, আমাদের শাহিন শাহ (আফ্রিদি), নাসিম শাহ, হ্যারিস রউফ, ওয়াসিম জুনিয়র আছে। এরপর ইহসানউল্লাহ ও জামান খানের মতো নতুন পেসার আছে। ফলে সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের (পেস বোলিংয়ে) অনেক বিকল্প আছে।’
-নট আউট/টিএ
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: