ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপ দলে পাকিস্তান পেস ইউনিটে থাকতে পারেন যারা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৩ ১৬:০৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: পাকিস্তান বরাবরই পেস বোলার তৈরী কারখানা৷ আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের হাসির কারণ হতে পারে পেস ইউনিট৷ দলটিতে রয়েছে এক ঝাক তরুণ বোলার৷ যারা পরিবর্তন আনতে পারেন ম্যাচ ভাগ্যে৷

পাকিস্তানের বিশ্বকাপ দলে থাকা নিশ্চিত শাহিন আফ্রিদি, নাসিম শাহ, ওয়াসিম জুনিয়র ও হারিস রউফের৷


তবে পাকিস্তান দলের সাবেক ক্রিকেটার ও কোচ মোহাম্মদ ইউসুফ মনে করেন, বিশ্বকাপ দলে থাকার দৌড়ে আছেন আরও দুই পেসার। তারা হলেন— ইহসানউল্লাহ ও জামান খান। তিনি মনে করেন, এ দুই পেসারও হারিস রউফ ও ওয়াসিম জুনিয়রদের সঙ্গে লড়াইয়ে নামার যোগ্যতা রাখেন।

ইউসুফ বলেন, পেস বোলিংয়ে আমাদের শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, ওয়াসিম জুনিয়র আছে। আমাদের নতুন পেসারদের মধ্যে রয়েছে— ইহসানউল্লাহ, জামান খান। ফলে আমাদের হাতে অনেক অপশন রয়েছে সাদা বলের ক্রিকেটে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।