বিশ্বকাপ ঘিরে আইসিসিকে শাসন করছে ভারত!
প্রকাশিত: ১০ জুন ২০২৩ ১৬:১৩

নট আউট ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপ শুরুর প্রায় ১২ মাস আগেই সূচি ঘোষণা করে আয়োজক দেশ৷ আগের বিশ্বকাপে ১৩ মাস আগে এই কাজ করেছিল ইংল্যান্ড৷ তবে এবার চার মাস বাকি থাকলেও এখনও সূচি প্রকাশ করেনি ভারত৷ কবে সূচি দেওয়া হবে জানেন না খোদ আইসিসির প্রধান নির্বাহী অ্যালারডাইস।
বিশ্বকাপের সূচি নিয়ে অ্যালারডাইস বলেন, 'আজও আমরা আয়োজকদের কাছ থেকে সূচিটি পেতে পারি। সেটি হলে অংশগ্রহণকারী দেশগুলো ও ব্রডকাস্টারদের সঙ্গে আলোচনা করতে হবে। এরপর যত দ্রুত সম্ভব আমরা সূচিটি প্রকাশ করতে পারব। এ রকম ইভেন্টে আমরা আয়োজকদের সঙ্গে মিলেই কাজ করি।'
তবে ঠিক কী কারণে বিলম্ব, সেটি নিশ্চিত করেননি অ্যালারডাইস। তিনি বলেন, 'কিছু কিছু ক্ষেত্রে পরামর্শের দরকার পড়ে, ক্রিকেট প্রশাসন ও সরকারের মধ্যে। আয়োজকদেরও ভালো ইভেন্ট উপহার দেওয়ার অনেক দায়িত্ব থাকে। এজন্য সম্ভাব্য সব রকমের বিষয়ই ভেবে দেখতে হবে।'
বিশ্বকাপের সূচি প্রকাশ নিয়ে ভারতের তালবাহানায় অসন্তুষ্ট সরাসরি সুযোগ পাওয়া ৭টি দেশের ক্রিকেট বোর্ড। কারণ ভারতের গড়িমসির কারণে নিজেদের পরিকল্পনা সাজাতে পারছে না বাকিরা।
-নট আউট/এমআরএস
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: