১৫ অক্টোবর পাক-ভারত মহারণ, জানা গেল বাংলাদেশের ম্যাচের ভেন্যু
প্রকাশিত: ১২ জুন ২০২৩ ১৬:০৫

নট আউট ডেস্কঃ দুয়ারে কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। হাতে মাত্র মাস চারেক সময় থাকলেও এখনও চূড়ান্ত সূচি প্রকাশ করতে পারেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তবে আয়োজক দেশ ভারত বিশ্বকাপের জন্য একটি খসড়া সূচি ইতোমধ্যে আইসিসির কাছে পাঠিয়েছে। তাতেই গ্রুপপর্বে বাংলাদেশের দুটি ম্যাচের সম্ভাব্য তারিখও জানা গেছে।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিসিআইয়ের খসড়া সূচিতে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১৫ অক্টোবর। ১ লাখ ৩২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ এই ম্যাচটি।
খসড়া সূচি অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ অক্টোবর পুনেতে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে আগামী ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে খেলবে তামিম-সাকিবরা।
সব ঠিক থাকলে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ ও ১৬ নভেম্বর। আর আহমেদাবাদে আগামী ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।
ভারতীয় দল গ্রুপ পর্বের ম্যাচগুলি ইডেন গার্ডেন্স-সহ আলাদা আলাদা মোট ৯টি ভেন্যুতে খেলবে। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে মোট পাঁচটি ভেন্যুতে। অন্যান্য বড় ম্যাচগুলির মধ্যে ২৯ অক্টোবর ধর্মশালায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ১ নভেম্বর পুনেতে কিউইরা খেলবে প্রোটিয়াদের বিপক্ষে। এছাড়া ৪ নভেম্বর রয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড হাইভোল্টেজ ম্যাচ।
-নট আউট/টিএ
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: