ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

৭ অক্টোবর বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২৩ ১৯:৫৬

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাকি আর মাত্র ১০০ দিন। এমন মহেন্দ্র ক্ষনে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামী ৫ অক্টোবর পর্দা উঠতে যাওয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড আর নিউজিল্যান্ড। অন্যদিকে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে স্বপ্নের বিশ্বকাপ যাত্রা শুরু হবে বাংলাদেশের।

গ্রুপ পর্বের ৯টি ম্যাচ বাংলাদেশ খেলবে মোট ৬টি ভেন্যুতে। এর মধ্যে দুটি করে ম্যাচ কলকাতা, ধর্মশালা ও পুনেতে খেলবে বাংলাদেশ দল। এছাড়া একটি করে ম্যাচ রয়েছে মুম্বাই, চেন্নাই ও দিল্লিতে। বিশ্বকাপের আগে বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচ খেলবে গুয়াহাটিতে।

বাংলাদেশের প্রথম দুই ম্যাচের ভেন্যু ধর্মশালায়। এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখানেই প্রথম রাউন্ড খেলেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে প্রথম ম্যাচেই বাংলাদেশ সামনে পাচ্ছে আফগানদের। এরপর ১০ অক্টোবর একই মাঠে টাইগারদের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 

ধর্মশালায় প্রথম দুটি ম্যাচ খেলে বাংলাদেশ যাবে চেন্নাইয়ে। সেখানে ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তামিমরা। এরপর আগামী ১৯ অক্টোবর পুনেতে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এরপর টাইগারদের গন্তব্য মুম্বাইয়ে৷ যেখানে বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। 

বাংলাদেশের গ্রুপ পর্বের বাকি অংশ শুরু হবে কলকাতায়। আগামী ২৮ অক্টোবর বাছাই পর্বের বাঁধা টপকে আসা প্রতিপক্ষের মুখোমুখি হবে সাকিব-তামিমরা। এর দিন তিনেক বাদেই কলকাতাতেই পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে নামবে বাংলাদেশ। ৬ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের প্রতিপক্ষ বাছাই পর্বের বাঁধা টপকে আসা অন্য আরেকটি দল। এরপর আগামী ১২ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ দিয়েই শেষ হবে বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। 

 

 

বিশ্বকাপের পুর্নাঙ্গ সূচি। ছবি: আইসিসি

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।