বিশ্বকাপের চকচকে ট্রফি উঁচিয়ে ধরতে মুখিয়ে বোল্ট
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৩ ০৪:২৪

নট আউট ডেস্কঃ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে প্রাধান্য দিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন তারকা পেসার ট্রেন্ট বোল্ট। এরপর প্রায় এক বছর ধরেই ছিলেন জাতীয় দলের বাইরে। কিন্ত দুয়ারে যখন ওয়ানডে বিশ্বকাপ, ঠিক তখনই দলে ডাক পড়লো বোল্টের। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াডে রাখা হয়েছে এই পেসারের নাম।
দলে ফিরেই বিশ্বকাপ জয়ের কথা জানিয়েছেন ট্রেন্ট বোল্ট। ২০১৫ ও ২০১৯ পরপর দুই বিশ্বকাপে স্বপ্নের খুব কাছে গিয়েও অধরা ছিল শিরোপার। দুই বার'ই বোল্টদের রানার্সআপ হয়ে থাকতে হয়েছিল সন্তুষ্ট। এবার নিজের দেশকে উপহার দিতে চান বিশ্বকাপ। হাতে তুলে নিতে চান বিশ্বকাপের সোনালি ট্রফিটা।
আহমেদাবাদে আগামী ৫ অক্টোবর গেল বারের দুই ফাইনালিস্ট অর্থাৎ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। স্বপ্নের বিশ্বকাপ ঘিরে বোল্ট বলেন, ‘দলে ফেরা এবং ওয়ানডে বিশ্বকাপের জন্য কাজ করার বিষয়টি আমার মাথায় সব সময়ই ছিল। সেখানে (বিশ্বকাপে) ইতিহাস জড়িয়ে আছে। গত আসরে আমাদের যাত্রা খুবই রোমাঞ্চকর ছিল। তাই এবার খেলার জন্য উন্মুখ হয়ে আছি এবং আশা করি, বড় ভূমিকা রাখতে পারব। আমি স্রেফ ভাবছি, চকচকে ট্রফিটি উঁচিয়ে ধরার কথা, ৪ বছর আগে যেটার খুব কাছে ছিলাম আমরা। এটাই সবচেয়ে বড় লক্ষ্য।’
-নট আউট/টিএ
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: