বিশ্বকাপের টিকিট বিক্রির কার্যক্রম শুরু
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৩ ০১:৩৭

৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে মঙ্গলবার (১৫ আগস্ট) টিকিট বুকিং শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে।
২৫ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু করবে আইসিসি। আইসিসির ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে। সেখান থেকে ভেন্যু ও কোন কোন দেশের খেলা দেখতে ইচ্ছুক সেটি নির্বাচন করতে হবে। এরপর ২৫ আগস্ট থেকে পছন্দসই দলের নির্বাচন করা ভেন্যুতে থাকা ম্যাচগুলোর টিকিট কেনা যাবে অনলাইনে।
রেজিস্ট্রেশন করতে নাম, দেশ, জন্ম তারিখ, ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন ছাড়া অনলাইনে টিকিট কেনা যাবে না। কয়েকভাগে ভাগ করে টিকিট বিক্রি শুরু করবে আইসিসি।
৫ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে বৈশ্বিক এই লড়াইয়ের।
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: