ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ খেলুক পাকিস্তান’

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩ ১৬:২২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

বিশ্বকাপ বসছে ভারতের মাটিতে৷ নানা নাটকীয়তার পর সূচি ঘোষণা করেছিল বিসিসিআই৷ সেই সূচি পরিবর্তনও হয়েছে একবার৷ আবারও সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল৷ সূচি পরিবর্তনে বদলে যাচ্ছে পাকিস্তানের ম্যাচের দিন৷ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক পিসিবি প্রধান নাজাম শেঠি৷

পিসিবির সাবেক এই চেয়ারম্যান এক টুইটে বলেন, ‘বিসিসিআইয়ের উচিত আমার কাছে থেকে পরামর্শ নেয়া। পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলুক। কয়েকদিন পরপরই সূচি নিয়ে তারা (ভারত) ঝামেলা করছে।

আগামী ৯ অক্টোবর হায়দরাবাদে খেলার কথা রয়েছে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। এর আগে বদল হওয়া সূচিতে ম্যাচটি নিয়ে যাওয়া হয়েছে ১০ অক্টোবর। তাতে করে টানা দুদিন খেলা হবে হায়দরাবাদে। যা নিয়ে বিপাকে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।