বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৩ ০১:১৬

নট আউট ডেস্কঃ কাউন্টি ক্রিকেটের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায়, বিশ্বকাপের বাছাইপর্বে খেলে হয়নি দুই ডাচ তারকা কলিন অ্যাকারম্যান ও রোয়েলফ ভ্যান ডের মারওয়ের। এই দু'জন ছাড়াও কাউন্টিতে থাকায় খেলা হয়নি আরও একাধিক তারকা ক্রিকেটারের। তবে তারকা ক্রিকেটারদের ছাড়াই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস।
বিশ্বকাপের বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মতো দলগুলোকে পেছনে ফেলে টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে ডাচরা। বিশ্বকাপে দলের শক্তি বাড়াতে তাই ফেরানো হয়েছে কলিন অ্যাকারম্যান ও রোয়েলফকে। এই দু'জনকেই নিয়েই বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস।
কলিন অ্যাকারম্যান দলে ফেরায় বেড়েছে ডাচদের ব্যাটিংয়ে শক্তির জায়গাটা। এছাড়া দলে রয়েছেন তারকা ওপেনার ম্যাক্স ও’ডাউড। ব্যাটে হাতে জ্বলে উঠার সামর্থ্য রয়েছে তরুণ অলরাউন্ডার বাস ডি লিডের। স্কট এডওয়ার্ডসের নেতৃত্ব সমীহ জাগানিয়া দল নিয়েই ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে ডাচরা।
উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে এবারের ওয়ানডে বিশ্বকাপের। এর একদিন পরই ডাচরা মাঠে নামছে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে। যারা বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল। এর আগে অবশ্য শক্তিশালী অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দুটি গা গরমের ম্যাচ খেলবে নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বাস ডি লিড, বিক্রম সিং, তেজা নিদামানারু, পল ভ্যান মিকেরেন, কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ভ্যান ডের মারওয়ে, লোগান ফন বেক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বারারসি, সাকিব জুলফিকার, শাহরিজ আহমেদ ও সায়ব্র্যান্ড এঙ্গেলব্রেখট।
-নট আউট/টিএ
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: