উইলিয়ামসনের নেতৃত্বে বিশ্বকাপ দল ঘোষণা কিউইদের
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৮

নট আউট ডেস্কঃ আইপিএলে পাওয়া চোটে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। শেষ পর্যন্ত সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে কেইন উইলিয়ামসনকে অধিনায়ক করেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। ঘোষিত দলে জায়গা হয়নি একাধিক তারকা ক্রিকেটারের।
উইলিয়ামসনকে অধিনায়ক করে কিউইরা বিশ্বকাপের দল ঘোষণা করলেও, ১৫ জনের দলে জায়গা পাননি কাইল জেমিসন, এডাম মিলনে, ফিন অ্যালেনের মতো তারকা ক্রিকেটাররা। দলে প্রাধান্য দেওয়া হয়েছে পেসারদের। চোট কাটিয়ে ফেরায় এডাম মিলনে ও জেমিসনের সুযোগ হয়নি বিশ্বকাপ দলে। যদিও দু'জনই বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ সফরের দলে রয়েছেন।
বিশ্বকাপে কিউইদের বড় শক্তির জায়গা পেস বোলিং ইউনিট। যেখানে অনুমেয়ভাবেই সুযোগ পেয়েছেন অভিজ্ঞ পেসাররা। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসেনদের পাশাপাশি দলে রয়েছে। ম্যাট হেনরি। এছাড়া ড্যারেল মিচেল এবং নিশামরাও রয়েছেন কিউইদের বিশ্বকাপ দলে।
এদিকে ব্যাটিংয়ে অধিনায়ক উইলিয়ামসনের ফেরায় বেড়েছে কিউইদের শক্তি। এছাড়া দলে রয়েছেন টম ল্যাথাম, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যানরা। তবে দলে জায়গা হয়নি ইনফর্ম ব্যাটার টিম সেইফার্টের।
উল্লেখ্য, ৫ অক্টোবর আহমেদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত আসরের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড-ইংল্যান্ড।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসেন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়ং।
-নট আউট/টিএ
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: