নেদারল্যান্ডসের কাছেও হারতে পারে পাকিস্তান
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩ ১৪:৫৭

নট আউট ডেস্কঃ বেজে গেছে ওয়ানডে বিশ্বকাপের দামামা।ক্রিকেটের সবচেয়ে বড় মহা যজ্ঞের ১৩তম আসর শুরু হতে বাকি নেই আর ৪৮ ঘণ্টাও। আগামী ৫ অক্টোবর গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপ।
এদিকে জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে গেছে পাকিস্তানও। বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ও তারা। বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটারের মতেই বিশ্বকাপ জেতার মতো সবটাই রয়েছে বাবর আজমদের। বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে ভবিষৎবাণীতে প্রায় সব সাবেকরাই পাকিস্তানকে রেখেছেন লিস্টে।
কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই অন্যতম ফেভারিট পাকিস্তানকে নিয়ে বরং শঙ্কা জাগানিয়া বক্তব্য দিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইন। এই ইংলিশ তারকার মতে, নেদারল্যান্ডসের বিপক্ষে হারতেও পারে পাকিস্তান। আবার এর বিপরীতও হতে পারে। অর্থাৎ বিশ্ব ক্রিকেটে পাকিস্তানকে যে আনপ্রেডিক্টেবল একটা দল সেটাই স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে নাসের হুসাইন বলেন,‘পাকিস্তান বিশ্বকাপের ভালো দলগুলোর একটি। তাদের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। এ ম্যাচটি তারা হারতে পারে। আসলে এটাই পাকিস্তানের চরিত্র। এরপর তারা টানা জয়ের পথে ফিরতে পারে।’
গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকেই বাদ পড়তে যাচ্ছিল তারা। এমন হারতে হয়েছিল জিম্বাবুয়ের কাছেও। যদিও শেষ পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান দল খেলেছিল ফাইনালেও। নাসের হুসেইন পাক দলের সেই বিশেষত্বই মনে করিয়ে দিয়েছেন।
তিনি আরও বলেছেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে করুন। একপর্যায়ে তো বাদই পড়ে যাচ্ছিল, কিন্তু কীভাবে যেন ফাইনালে উঠে এসেছিল। এটাই তাদের খেলা ব্র্যান্ড ও স্টাইল। খেলা দেখার জন্য অবিশ্বাস্য একটা দল।’
-নট আউট/টিএ
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: