পাকিস্তানের শুরুর দায়িত্ব জামানের কাঁধে
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩ ১৫:২৫

নট আউট ডেস্কঃ সদ্য সমাপ্ত এশিয়া কাপে মনে রাখার মত কিছুই করতে পারেননি ফখর জামান। স্বাভাবিক তাকে নিয়ে হয়েছিল সমালোচনা। এই সমালোচনার জায়গা থেকে তার জায়গায় সুযোগ পেয়েছিলেন আব্দুল্লাহ শফিক। তবে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ফখর জামানের কাঁধে ইনিংস শুরু করার দায়িত্ব থাকছে।
এবারের বিশ্বকাপে পাকিস্তান দলের ইমপ্যাক্ট প্লেয়ার ফখর জামান। দলটির সহঅধিনায়ক জানিয়েছেন এমনটিই।
ফখর জামানের বিশেষত্ব বর্ণনা করতে গিয়ে শাদাব বলেন, 'ফখর জামান বড় আসরের খেলোয়াড়। সে একজন ‘ইমপ্যাক্টফুল’ (প্রভাব বিস্তারকারী) খেলোয়াড়। সে ধারাবাহিক না। তবে ধারাবাহিকতা ও প্রভাব বিস্তার সম্পূর্ণ ভিন্ন জিনিস। এ ধরনের খেলোয়াড় হয়তো ধারাবাহিকভাবে রান করবে না, তবে যেদিন পারফর্ম করবে, সেদিন দল জিতিয়ে আনবে। সম্প্রতি সে তিনটি সেঞ্চুরি করেছে এবং ম্যাচগুলোতে দল জিতেছে। এমন খেলোয়াড় সব দলই চায়। আমাদের উচিত তাঁর সামর্থ্য নিয়ে শঙ্কা প্রকাশ না করে তাঁকে মানসিকভাবে স্বস্তিতে রাখা।'
তাই ধারাবাহিক না হলেও ওপেনিংয়ে ফখর জামানকেই খেলানো হবে বলে জানিয়েছেন শাদাব খান।
-নট আউট/এমআরএস
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: