ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

কনওয়ে-রবীন্দের বীরত্বে কিউইরা উড়িয়ে দিল ইংল্যান্ডকে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৩ ২১:৫৭

২৭৩ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। গেটি ইমেজ ২৭৩ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের দেওয়া ২৮৩ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই নিউজিল্যান্ড হারায় উইল ইয়ংয়ের উইকেট। কিউইদের ইনিংসে ইংলিশ বোলারদের সাফল্য বলতে ওইটুকুই। বাকি সমটায় রীতিমতো তাণ্ডব চালিয়েছেন দুই কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। তাতেই ৯ উইকেটের বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল নিউজিল্যান্ড। 

আহমেদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ গড়ে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন জো রুট। এছাড়া জস বাটলারের ব্যাট থেকে আসে ৪৩ রান। জবাবে রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের আনবিটেন ২৭৩ রানের জোটে ৯ উইকেট ও ৮২ বল হাতে রেখেই দাপুটে জয় তুলে নেয় ইংল্যান্ড। কনওয়ে ১৫২ ও রবীন্দ্র অপরাজিত থাকেন ১২৩ রান করে। 

২৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১০ রানের মাথায় নিউজিল্যান্ড হারায় ওপেনার উইল ইয়ংয়ের উইকেট। রানের খাতা খোলার আগের এই ওপেনার ফিরেন স্যাম কারানের শিকার হয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ। দু'জনই দ্রুত রান তুলে ইংল্যান্ডের বোলারদের সমস্ত প্ল্যান দেন ভেস্তে। তাতেই মাত্র ৭ ওভারে কিউইরা পার করে দলীয় পঞ্চাশ রানের গণ্ডি। 

তিনে ব্যাট করতে নামা রাচিন ৩৬ বলেই তুলে নেন হাফ সেঞ্চুরি। অন্যদিকে হাফ সেঞ্চুরি তুলতে ডেভন কনওয়েরও লেগেছে ৩৬ বলই। এই জুটিতে ভর করেই দলীয় একশ পার করে নিউজিল্যান্ড। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন শতাধিক রানের জোট। এরপর সময়ের সঙ্গে পাল্লা দিয়েই রান তুলেছেন দু'জনে। দ্বিতীয় উইকেটে পার করেন ‘দেড় শ’ ও। 

৮৩ বলেই ডেভন কনওয়ে তুলে নেন চলতি আসরের প্রথম সেঞ্চুরি। তার দেখানো পথে হেঁটে রাচিন রবীন্দ্র ৮২ বলে করেন সেঞ্চুরি। এরপর আর এই জুটি ভাঙতে পারেনি ইংলিশ বোলাররা। দুজনের অবিচ্ছিন্ন ২৭৩ রানের জোটে ২০১৯ বিশ্বকাপ হাতছাড়ার মধুর প্রতিশোধ নিলো নিউজিল্যান্ড। ১৯ চার ও ৩ ছক্কায় ডেভন কনওয়ে অপরাজিত থাকেন ১৫২ রান করে। ১১ চার ও ৫ ছক্কায় রাচিন রবীন্দ্রা করেন ১২৩ রান।

এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ৪ চার ও ১ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৭৭ রান করেন জো রুট। এছাড়া অধিনায়ক জস বাটলার করেন ৪৩ রান। জনি বেয়ারেস্টোর ব্যাট থেকে আসে ৩৩ রান। বাকিদের সবাই স্পর্শ করেন অন্তত দুই অঙ্কের কোটা। যা কিনা বিশ্বকাপের ইতিহাসে কোন দলের সবার দুই অঙ্কের কোটা স্পর্শ করার রেকর্ডও। নিউজিল্যান্ডের পক্ষে ৩ উইকেট নেন ম্যাট হেনরি। গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার নেন ২ উইকেট করে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।