দুই যুগ পর ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান-নেদারল্যান্ডস
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩ ১১:০১

নট আউট ডেস্কঃ ভারতে শুরু হয়েছে বিশ্বকাপ দামামা। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। ওয়ানডে বিশ্বকাপে ২০ বছর পর মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।
২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ডাচ ও পাকরা। প্রথমবার অবশ্য মুখোমুখি হয়েছিল আরও আগে। সময়টা ছিল ১৯৯৬। সেবার পাকিস্তান বিশ্বকাপ আয়োজন করেছিল।
২০২২ সালে আইসিসি ওয়ানডে সুপার লিগে মুখোমুখি হয়েছিল দুই দল। তিন ম্যাচের সিরিজে পাকিস্তানের সফলতা ছিল শতভাগ। এর আগে ২০০৯ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিল তারা। সেখানেও সফলতা ছিল পাকিস্তানের।
মদ্দা কথা এখন পর্যন্ত পাকিস্তান ও নেদারল্যান্ড ৬ ওয়ানডে ম্যাচ খেলেছে। প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। তবে অতীত পরিসংখ্যান দিয়ে ডাচদের দুর্বল প্রতিপক্ষ ভাবার কোন কারণ নেই। দলটি যে কোন সময় বড় ধরণের অঘটন ঘটাতে পারে।
-নট আউট/এমআরএস
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: