সেমিফাইনাল খেলার যোগ্য দল নয় বাংলাদেশ-আশরাফুল
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩ ০৯:০৬

নট আউট ডেস্কঃ ইতমধ্যে শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপ দামামা। আইসিসি সুপার লিগে ভালো করার পর বাংলাদেশ বিশ্বাস করেছিল ট্রফিটা এবার আমাদের হবে। তবে বাস্তবতা কতটা কঠিন তা সকলের জানা। বিশ্বকাপে বাংলাদেশ দলের আপাতত লক্ষ্য সেমিফাইনাল। তবে সেমিফাইনালে খেলার মত যোগ্য দল বাংলাদেশ নয়,এমন মন্তব্য করেছেন মোহাম্মদ আশরাফুল।
গণমাধ্যমে আশরাফুল বলেন, এমনিতে দলটা অনেক ভালো। ব্যাটিং ও বোলিংয়ে বেশ কিছু কোয়ালিটি ও ট্যালেন্টেড প্লেয়ার আছে। তার পরও আমার মনে হয়, বিশ্বকাপের সেমিফাইনাল খেলা আর চ্যাম্পিয়ন হওয়ার মতো দল হয়ে উঠিনি আমরা। কিছু কিছু জায়গা ও ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে। এই কারণে আমি অতদূর চিন্তা করছি না। তবে এমনিতে আমি আশা করব, আমাদের দল তিনটা ম্যাচ জিতবে। এর চেয়ে বেশি যদি জিততে পারে, সেটাই হবে পাওয়া।
তিনি আরও বলেন, এখনো আমরা ৩৫০ রান বলে-কয়ে ও প্রায় সময় করতে পারি না। ৩০০ প্লাস ও ৩৫০ রান চেজ করার সামর্থ্যও খুব কম। এটা বড় মঞ্চে সফল হতে না পারার পথে অন্যতম বাধা এটি। আপনি যদি অনুশীলন ম্যাচগুলো দেখেন, তা হলে দেখবেন আমাদের সেই ৩০০ প্লাস বা সাড়ে ৩০০ রান মিসিং। আমরা এখনো গড়পড়তা ২৭০-এ পড়ে আছি।
-নট আউট/এমআরএস
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: