টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩ ১০:৩৮

নট আউট ডেস্কঃ বিশ্বকাপের পর্দা উঠেছে দিন দুয়েক আগেই, এরই মধ্যে হয়ে গেছে দুটি ম্যাচ। যদিও বাংলাদেশের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ থেকে। ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পাচ্ছে আফগানিস্তানকে। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বিশ্বকাপে এখন পর্যন্ত দুইবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। যেখানে শতভাগ জয়ের রেকর্ড রয়েছে বাংলাদেশের। এছাড়া চলতি বছর দুই দল মুখোমুখি হয়েছে ৪ বার। এর মধ্যে ২টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং আফগানিস্তান। সর্বশেষ পাকিস্তানের লাহোরে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ ৮৯ রানে হারিয়েছিলো আফগানদের।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের একাদশে নেই বড় কোন চমক। বিশ্বকাপে অভিষেক হচ্ছে তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলামদের। একাদশে তিন পেসারের সঙ্গে রাখা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রেহমান, নভিন-উল-হক ও ফজলহক ফারুকি।
-নট আউট/টিএ
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: