সতর্ক মিরাজ সেরা হয়ে কৃতিত্ব দিলেন যাদের
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৩ ১৮:০৪

নট আউট ডেস্কঃ অধিনায়ক সাকিব আল হাসানের অন্যতম আস্থাভাজন মেহেদি হাসান মিরাজ। ব্যাটিং, বোলিং পাশাপাশি ব্যাটিংয়ে মিরাজ ছড়াচ্ছেন আলো। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে হয়েছেন সেরা ক্রিকেটার।
ম্যাচ সেরা হয়ে অধিনায়ক ও টিম ম্যানেজম্যান্টকে ধন্যবাদ জানিয়েছেন মিরাজ। লোয়ার অর্ডার থেকে টপ অর্ডারে নিয়মিত রান করায় খুশি মিরাজ নিজেও।
মিরাজ বলেন, এটা আমার জন্য দারুণ মুহূর্ত। আমি অতীতে অনেক পরিশ্রম করেছি। টিম ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিতে হবে কারণ তারা আমার উপর এই বিশ্বাসটা রেখেছিল।'
মিরাজ আরও বলেন 'শুরুতে আমি একটু সতর্ক ছিলাম, তবে অধিনায়ক আমাকে ঠিক জায়গায় বল করতে বলেছিলেন। তিনি আমাকে ধারাবাহিকতা বজায় রাখতে বলেছিলেন এবং নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে বলেছেন। যে কারণে কৃতিত্ব অধিনায়ককে দিতেই হয়।'
উল্লেখ্যঃ বল হাতে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৫৭ রান।
-নট আউট/এমআরএস
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: