আইসিসির চোখে ধর্মশালার আউটফিল্ড ‘সন্তোষজনক’
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৩ ০৮:৫৫

নট আউট ডেস্কঃ পাঞ্চাবের হিমাচল প্রদেশ! ধর্মশালার এই মাঠে ক্রিকেটটা শুরু হয়েছিল ২০০৩ সালে। মাঝের এই সময়ে ম্যাচ হয়েছে মোটে পাঁচটি। যার সবশেষটি ছিল বাংলাদেশ ও আফগানিস্তানের।
ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি আর প্রাকৃতিক পরিবেশ মুগ্ধ করে সকলকেই। তবে আউটফিল্ড সর্বোচ্চ পর্যায়ের বাজে। যদিও এই বাজে ধারাভাষ্যকার ও দর্শকদের চোখেই। কেননা আইসিসির ইনডিপেনডেন্ট পিচ কনসালট্যান্ট আউটফিল্ডের কন্ডিশনে সন্তোষ প্রকাশ করেছেন।’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ডাইভ করতে গিয়ে বড় ধরণের চোট পেতে পারতেন মুজিব-উর রহমান। পেসারদের রান আপের সময় ধুলো উড়তে দেখা যায়। যা দেখতে দৃষ্টিকটু। কেননা এখানে কোন পাড়ার ক্রিকেট চলছে না।।
যদিও স্বস্তির খবর দিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ক্রিকইনফোর পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার বাংলাদেশের ম্যাচের পরে এবং রোববার বিকেলে মাঠে পানি দেওয়া হয়েছে। বিশেষ করে বোলারের রান–আপ অঞ্চলে। মঙ্গলবার বাংলাদেশ–ইংল্যান্ড ম্যাচে নতুন পিচে খেলা হবে।
মাঠের আউটফিল্ড যে আগে থেকে সন্তোষজনক নয় তারও প্রমাণ রয়েছে। আউটফিল্ডের কারণেই বর্ডার-গাভাস্কর ট্রফির ভারত-অস্ট্রেলিয়া এক ম্যাচ এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের দুটিসহ মোট ৫টি রাখা হয়েছে ধর্মশালায়। অপর তিন ম্যাচে খেলবে দক্ষিণ আফ্রিকা–নেদারল্যান্ডস (১৭ অক্টোবর), ভারত–নিউজিল্যান্ড (২২ অক্টোবর) এবং অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড (২৮ অক্টোবর)।
-নট আউট/এমআরএস
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: