ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বাংলাদেশকে হুমকি মানতে নারাজ বাটলার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৩ ২১:৪৯

নাজমুল শান্ত ও জস বাটলার। ফাইল ছবি নাজমুল শান্ত ও জস বাটলার। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আফগানিস্তানকে হারিয়ে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে স্রেফ উড়ে গিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। ধর্মশালায় আগামীকাল (মঙ্গলবার) মিশ্র অভিজ্ঞতা নিয়েই মুখোমুখি হবে এই দুই দল।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এমনিতেই হারের কারণে রয়েছে খানিকটা ব্যাকফুটে। অন্যদিকে আফগানদের হারিয়ে অনেকটা ফুরফুরে মেজাজেই রয়েছে বাংলাদেশ। শক্তি সামর্থ্যে ইংলিশরা বেশ খানিকটা এগিয়ে থাকলেও, মঞ্চটা যখন বিশ্বকাপের তখন ছেড়ে কথা বলবে না বাংলাদেশও। বিশ্বকাপে দু'দলের সবশেষ তিন বারের দেখায় দুইবারেই জয় পেয়েছে বাংলাদেশ। 

২০১৫ সালে বাংলাদেশের কাছে হেরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল ইংল্যান্ডকে। বলাই যায় বিশ্বকাপে বাংলাদেশ যে ইংল্যান্ডের যখন বেশ হুমকিস্বরূপ। যদিও বাংলাদেশকে হুমকি মানতে নারাজ ইংলিশ অধিনায়ক জস বাটলার। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের অধিনায়ক বলেছেন, ‘না। কোনোমতেই নয় (বাংলাদেশ হুমকিস্বরূপ)। বাংলাদেশের বিপক্ষে আমরা চমৎকার কিছু ম্যাচ খেলেছি। ওরা ভালো দল। আর আমরা যাদের বিপক্ষে খেলি, সবাইকে সম্মান করি। আর বিশ্বকাপে তো কঠিন প্রতিপক্ষই প্রত্যাশা করতে হবে।’

নিউজিল্যান্ডের কাছে হেরে আসর শুরু করায় ইংল্যান্ডের জন্য বাংলাদেশ ম্যাচটা অনেকটা জয়ের ধারায় ফেরার। আগের ম্যাচের ভুলগুলো শুধরে তাই জয়ে চোখ ইংলিশ অধিনায়কের। তিনি আরও বলেছেন, ‘দুই দলই কেবল একটি করে ম্যাচ খেলেছে। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি গত ম্যাচের চেয়ে ভালো খেলতে পারবো।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...

চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...

এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...

ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।