স্যান্টনারে বিধ্বস্ত ডাচরা, বড় জয় পেল কিউইরা
প্রকাশিত: ৯ অক্টোবর ২০২৩ ২২:২৪

ফাইফার নিলেন মিচেল স্যান্টনার। গেটি ইমেজ
ফাইফার নিলেন মিচেল স্যান্টনার। গেটি ইমেজনট আউট ডেস্কঃ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। তাই খর্বশক্তির নেদারল্যান্ডস যে পাত্তা পাবে না সেটা অনেকটা অনুমেয়ই ছিল। মাঠের ক্রিকেটেও অবশ্য সেই আঁচটা ছিল বেশ। ডাচদের বড় ব্যবধানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল কিউইরা।
হায়দ্রাবাদে এদিন আগে ব্যাট করে তিন খানা পঞ্চাশে ৭ উইকেট হারিয়ে ৩২২ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন উইল ইয়ং, রাচীন রবিন্দ্রা ও টম ল্যাথাম। জবাব দিতে নেমে মিচেল স্যান্টনারের স্পিন ঘূর্ণিতে পথ হারায় নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ২২৩ রানে থামে ডাচরা। ফলে, ৯৯ রানের বড় জয় পায় নিউজিল্যান্ডের। কিউইদের পক্ষে একাই ৫ উইকেট নেন মিচেল স্যান্টনার।
বিজ্ঞাপন

undefined
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: