ফিলিস্তিনিদের জন্য রিজওয়ানের সেঞ্চুরি উৎসর্গ
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩ ১৯:১৯

নট আউট ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপের কারণে উত্তাল পুরো ক্রিকেট দুনিয়া। অপরদিকে ইসরাইল ও ফিলিস্তিনের লড়াইয়ে সজাগ পুরো দুনিয়া। দীর্ঘ সময় ধরে গাজার মুসলমানরা ইসরাইলের আগ্রাসনের শিকার হয়েছেন। এবার ইসরাইলের বুকে ভয় ধরিয়ে দিয়েছে ফিলিস্তিন।
টিকে থাকার লড়াইয়ে ভালোবাসার জায়গা থেকে ফিলিস্তিনকে সাপোর্ট করছে মুসলিম বিশ্ব। এদিকে গাজার মানুষদের জন্য বিশ্বকাপ সেঞ্চুরি উৎসর্গ করেছেন মোহাম্মদ রিজওয়ান।
রিজওয়ান এক টুইট বার্তায় লিখেছেন- এটা গাজায় থাকা আমার ভাই ও বোনদের জন্য।
দলের জয়ের পর রিজওয়ান বলেন, দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। পুরো দলকে কৃতিত্ব দিতে হবে। বিশেষ করে আব্দুল্লাহ শফিক ও হাসান আলীকে, কাজটা সহজ করে দেওয়ায়।
-নট আউট/এমআরএস
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: