নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩ ১০:২০

নট আউট ডেস্ক: বর্তমান চ্যাম্পিয়নদের উড়িয়ে দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল নিউজিল্যান্ড৷ নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে দলটি৷ আত্মবিশ্বাসে তুঙ্গে থাকা কিউইদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ৷
এদিকে বাংলাদেশও নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল৷ তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই জমাতে পারেনি সাকিব বাহিনী৷ ১৩৭ রানের নিশ্চিতভাবে চাপে রেখেছে দলকে৷
সেমিফাইনাল খেলতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই বাংলাদেশের সামনে৷
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
বাংলাদেশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
-নট আউট/এমআরএস
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: