এশিয়ার মাটিতে বাংলাদেশ ভয়ঙ্কর দল: উইলিয়ামসন
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩ ১১:২৭

নট আউট ডেস্কঃ বিশ্বকাপ এলেই যেন দাপুটে পারফরম্যান্স উপহার শুরু করে নিউজিল্যান্ড। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের রানার্সআপ কিউইরা টানা দুই জয়ে শুরু করেছে এবারের বিশ্বকাপ। দলের শক্তি বাড়াতে ইনজুরি কাটিয়ে এবার দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। আজ (শুক্রবার) বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে কিউই অধিনায়কের।
উড়তে থাকা নিউজিল্যান্ড আজ চেন্নাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ। স্বভাবতই চেন্নাইয়ের উইকেট হয়ে থাকে অনেকটা স্পিন বান্ধব। চেন্নাইয়ে বাংলাদেশের স্পিন অ্যাটাককে তাই বড় চ্যালেঞ্জ মানছেন কিউই অধিনায়ক। আর এই নিয়েই চিন্তিত কিউই তারকা।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেন, ‘আমরা জানি আগামীকাল (আজ শুক্রবার) স্পিনের কঠিন পরীক্ষা আমাদের জন্য অপেক্ষা করছে এবং সবাই এখানে আসে যেকোন দিন যে কাউকে হারিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে। এই ব্যাপারটাই টুর্নামেন্টকে আরো প্রাণবন্ত করে এবং কন্ডিশনও পরিবর্তন হয় প্রতিনিয়ত। এখানে এক মাঠের উইকেট থেকে আরেক মাঠের উইকেটে ভিন্নতা রয়েছে। কোনো জায়গায় স্পিন, কোনো জায়গায় ব্যাটিং সহায়ক। তবে আমার মনে হয় দুই দলেরই দারুণ কিছু স্পিনার রয়েছে, যারা আগামীকাল খেলতে পারে।’
এশিয়ার মাটিতে বাংলাদেশ যে অন্যান্য দলের থেকে ভয়ঙ্কর বিশেষ করে স্পিনে সেটা অজানা নয় কারোই। কিউই অধিনায়ক অকপটে সেটা করেছেন স্বীকার। বাংলাদেশ নিজেদের দিনে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে বলেও মনে করেন কেন উইলিয়ামসন।
তিনি আরও বলেছেন, ‘এশিয়ার মাটিতে বাংলাদেশ ভয়ঙ্কর দল। তারা এই পরিবেশে খেলে অভ্যস্ত এবং তাদের অনেক ম্যচ উইনার রয়েছে যারা যেকোন সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আমার মনে হয় এই রকম বৈশ্বিক ইভেন্টে যারা খেলতে আসে, তারা যেকোন দিন যেকোন দলকেই হারিয়ে দিতে পারে কন্ডিশনের সঙ্গে মানিয়ে ও ম্যাচ উইনারদের সহযোগিতা নিয়ে।’
-নট আউট/টিএ
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: