ডাচদের মিশন-ভিশন সেমিফাইনাল
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩ ১২:৪৬

নট আউট ডেস্ক: গেল রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছে নেদারল্যান্ডস৷ সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ডাচদের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা৷ একই ঘটনা টানা ঘটছে বলে আপসেট বলার সুযোগ কম৷
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়কে পরিকল্পনার অংশ মনে করছেন ডাচ অধিনায়ক৷ নেদারল্যান্ডস বিশ্বকাপে সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়েই এসেছে বলে জানিয়েছেন তিনি৷
অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন,‘ যখন আমরা এই টুর্নামেন্টে এসেছি, তখন আমরা চেয়েছিলাম সেমিফাইনালে খেলার সুযোগ পেতে। সেটা করতে হলে বড় দলগুলোকে হারাতে হবে। অবশ্যই দক্ষিণ আফ্রিকা সম্ভবত অন্যতম ফেভারিট, যেভাবে তারা খেলছে। এটা আমাদের জন্য বড় জয়।’
-নট আউট/এমআরএস
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: