অস্ট্রেলিয়ার কাছে হারের পর যা বললেন বাবর
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩ ১১:২৮

নট আউট ডেস্ক: এবারের বিশ্বকাপে রান তাড়া করার রেকর্ড গড়েছিল পাকিস্তান৷ সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে প্রয়োজন ছিল আরও বড় কিছুর৷ তবে ভালো শুরু করেও জিততে না পারার হতাশা কাজ করছে অধিনায়কের মনে৷
পাক অধিনায়ক বাবর আজম বলেন, , ব্যাটিংয়ে নামার আগে দলকে নিয়ে আমার বার্তা ছিল আমরা এই রান তাড়া করতে জিততে পারব। কারণ বিশ্বকাপে আপরাই রেকর্ড ৩৪৫ রান তাড়া করে জয় পেয়েছি, কাজেই আজও জয়ের টার্গেট ছিল। কিন্তু আমরা ভালো শুরুর পরও বড় পার্টনারশিপ গড়তে পারিনি। যে কারণে ম্যাচটা হাত থেকে ফসকে যায়।
অজিদের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেনি পাক বোলাররা৷ উদ্বোধনী জুটি থেকেই অস্ট্রেলিয়া তুলে ২৫৯ রান৷
নিজ বোলারদের নিয়ে বাবর বলেন, বোলিং প্রথম ৩৪ ওভারে আমরা অনেক রান খরচ করেছি। আমরা বেশ কিছু ক্যাচ মিস করেছি, যে কারণে ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে সেঞ্চুরির আগে আটকাতে পারিনি৷
-নট আউট/এমআরএস
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: