পাকিস্তান কি সেমিফাইনালে খেলার যোগ্য?
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩ ১১:৫৮

নট আউট ডেস্কঃ পাকিস্তান কি সেমিফাইনাল খেলার যোগ্য ? টানা দুই ম্যাচ হারের পর এমনই প্রশ্ন তুলেছে দেশটির সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।
বিশ্বকাপ জয়ের মিশনে এসে শুরুটা মন মতই ছিল পাকিস্তানের। প্রথম দুই ম্যাচে হারিয়েছিল নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জিতেছিল বাবর আজমের দলটি। তবে পরের দুই ম্যাচ হেরে ব্যাকফুটে পাকিস্তান।
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির পেসার শোয়েব আখতার পাকিস্তানের সমর্থকদের কাছে ছূড়ে দিয়ছেন। তিনি বলেছেন, ‘এই পাকিস্তান দল কি আসলেই সেমিফাইনালে খেলার যোগ্য? দর্শক হিসাবে আপনারাই বলুন। আমি সত্যিই হতাশ। পাকিস্তান দলের জন্য আমার শুভকামনা। মন থেকেই চাই, তারা শক্তিশালী হয়ে ফিরে আসুক।’
ব্যাট হাতে সামান্য সুবিধা পেলেও পাকিস্তান বোলিং ইউনিট রয়েছে দৌঁড়ের উপর। কোন ম্যাচেই পারছে না সুবিধা করতে। এমন অবস্থায় পাকিস্তানের বিশ্বকাপ ভবিষ্যত হয়তো সুখকর হবে না।
-নট আউট/এমআরএস
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: