সব ভালোর একদিন শেষ পরিণতি আছে: মঈন
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৩ ১২:০৯

নট আউট ডেস্কঃ ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা গায়ে মেখেই এবারের ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল ইংল্যান্ড। বিশ্বকাপের অন্যতম ফেভারিটও ছিল জস বাটলারের দল। কিন্তু মাঠের খেলায় যেন পাওয়া গেল অন্য এক ইংল্যান্ডকেই। দশ দলের বিশ্বকাপে এখন পর্যন্ত একটা মাত্র জয়ে ইংলিশদের ঠাঁই হয়েছে টেবিলের তলানিতে। আনুষ্ঠানিকভাবে ছিটকে গেছে সেমিফাইনালের লড়াই থেকেও।
বিশ্বকাপে ইংলিশদের এমন হতশ্রী পারফরম্যান্স স্বাভাবিকভাবেই তুলেছে হাজারো প্রশ্নের। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলা ইংলিশ অলরাউন্ডার মঈন আলিও ভাবতে পারেননি, নিজের শেষটা হবে এমন বাজে। বিশ্বকাপ থেকে ইংলিশদের বিদায় নিশ্চিতের পর, এক সাক্ষাৎকারে অকপটে নিজেদের ব্যর্থতা মেনে নিয়েছে এই তারকা অলরাউন্ডার। ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে মঈন বলেছেন, সব ভালো জিনিসেরই একদিন শেষ পরিণতি হবে।
তিনি বলেন, 'সব ভালো জিনিসেরই একদিন শেষ পরিণতি আছে। আমাদের নিয়তিতে যা লেখা ছিল তা হয়তো আমরা আগে দেখতে পারিনি।'
২০১৫ সালে বাংলাদেশের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল ইংল্যান্ড। এরপরেই আমূল পরিবর্তন আসে ইংলিশদের ক্রিকেটে। ১৫ সালের সেই ধাক্কা সামলে নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলছে ইংল্যান্ড। ঘরের মাঠে ২০১৯ বিশ্বকাপ জিতেই সেটার পূর্ণতা দিয়েছিল ইংলিশরা। যদিও বিশ্বকাপ শুরুর আগে দারুণ ক্রিকেট খেলা ইংলিশরা, বিশ্বকাপে এসে হারিয়েছে ছন্দ।
এই প্রসঙ্গে মঈন আলি বলেছেন, 'বিশ্বকাপে খেলতে আসাটা উপভোগ্য ছিল। আমাদের কিছু ভালো ক্রিকেটার আছে যারা ভয়ডরহীন ক্রিকেট খেলে। যার শুরুটা হয়েছিল ২০১৫ সালে। তবে শেষটা করুণভাবেই হলো আমাদের।'
-নট আউট/টিএ
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: