৯ বছর আগে ম্যাথিউসের আবেগ কোথায় ছিল : রুবেল
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩ ১৪:০৩

নট আউট ডেস্কঃ ‘আমি জানিনা ঠিক করেছি নাকি ভুল। আমি যা করেছি দলের প্রয়োজনে করেছি, অ্যাম্পায়ার আমার কাছে জিজ্ঞাসা করেছে আমি সিরিয়াস কিনা, আমি এটাও জানি এটা নিয়ে বিতর্ক থাকবে- ম্যাচ শেষে ‘টাইম আউট’ নিয়ে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিবের শেষ কথা ধরেই শুরু করা যাক। ‘আমি এটাও জানি এটা নিয়ে বিতর্ক থাকবে’। হ্যাঁ সাকিব ঠিকই ধরেছেন। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট করার পর ক্রিকেট দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়েছে। কেউ সাকিব তথা বাংলাদেশকে নিয়ে নেতিবাচক মন্তব্য করছে। কেউ আবার বলছে নিয়মেই আউট হয়েছেন ম্যাথিউস।
আইসিসির নিয়ম মাফিক আউট হয়েছেন লঙ্কান ব্যাটার। তবে তিনি মানতে নারাজ। প্রশ্ন তুলেছেন বাংলাদেশের মানসিকতা নিয়ে। এবার বাংলাাদেশ পেসার রুবেল হোসেন প্রশ্ন তুলেছেন ম্যাথিউসের মানসিকতা নিয়ে।
পরবর্তীতে ম্যাথিউসের ৯ বছর আগের এক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন রুবেল, ‘ম্যাথিউস আপনি একজন প্রফেশনাল ক্রিকেটার। ৯ বছর আগে আপনি যখন জস বাটলারকে একটি বিতর্কিত আউট করেছিলেন, তখন আপনার আবেগ কোথায় ছিল। কাউকে না কাউকে পথ দেখাতে হবে তো, গ্রেট ব্রাদার।’
নট আউট/এমআরএস
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: