ভারত রাজত্বের সেনাপ্রধান
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩ ১০:০৩

নট আউট ডেস্কঃ এই তো গল্পটা সেদিনের৷ মোহাম্মদ রিজওয়ান, বাবর আজমরা সপাটে মেরেছিল ভারতীয় বোলারদের৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের মত আসরে ভারতকে হারিয়েছিল ১০ উইকেটে৷
মোহাম্মদ শামি সেদিন শুধু রান দিয়েই গেছেন বল হাতে৷ ভারতবাসী তাকে পাকিস্তানি বলে দুয়ো ধ্বনিও দিয়েছিল৷ পুরো দল অবশ্য তাকে সাপোর্ট করেছিল৷ সেসময়ের অধিনায়ক বিরাট কোহলি তাকে বাঁচাতে যা বলেছিল তার সারমর্ম অনেকটা এমন, 'মাঠে নামলে শুধু দেশপ্রেমটাই কাজ করে'৷
আবারও সেইদিন৷ এইতো গত বছরের এশিয়া কাপে৷ স্কোয়াডেই সুযোগ হয়নি শামির৷ সেই আসরেও ভালো করতে পারেনি ভারত৷ এরপর চারিদিকে শুরু হয় শামির নাম৷ তাকে যোগ করা সেবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে৷
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে থেমেছিল ভারত৷ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হেরেছিল ১০ উইকেটে৷ সেদিনও ৩ ওভারে ৩৯ রান দিয়েছিলেন শামি৷
শামি দলে এসেছেন আবার বাদ পড়েছেন৷ গত এশিয়া কাপেও পেয়েছিলেন মাত্র দুইটা উইকেট৷ এরপর ওয়ানডে বিশ্বকাপে যখন নিজের প্রথম ম্যাচ খেললেন ততক্ষণে ভারত খেলে ফেলেছে ৪টা ম্যাচ৷ টিম কম্বিনেশনের কারণে শার্দুল ঠাকুর দলে থাকলেও সুযোগ হচ্ছিল না শামির৷ এরপর হার্দিক পান্ডিয়ার ইনজুরিতে কপাল খুলে শামির৷
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত শামির ম্যাচ সংখ্যা ৬৷ এই ছয় ম্যাচের ৩টিতে নিয়েছেন পাঁচ উইকেট৷ পাঁচ ম্যাচ শেষে শামির উইকেট ছিল ১৬টি৷ তখন ২২ উইকেট নিয়ে টেবিল টপার অজি লেগি অ্যাডাম জাম্পা৷
একাংশ যখন আপসোস করেছিল আর দুইটা ম্যাচ সুযোগ পেলে শামি হতো সর্বোচ্চ উইকেট শিকারি৷ তখন এ বোলার ঝুলিতে যোগ করলেন এক ম্যাচে ৭ উইকেট ৷ সবমিলিয়ে উইকেট সংখ্যা এখন ২৩৷ যা সর্বোচ্চ৷ চলতি আসরে শামি রান খরচ করেছেন মোটে ২১০৷
-নট আউট/এমআরএস
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: