অজিদের হেক্সা মিশন নাকি প্রোটিয়াদের আক্ষেপ ঘুচবে?
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৩ ১০:২৬

নট আউট ডেস্কঃ অষ্টমবার ফাইনাল খেলার অপেক্ষায় অস্ট্রেলিয়া। অপরদিকে চোকার্স তকমা দূর করার সুযোগ দক্ষিণ আফ্রিকার সামনে। এমনসব সম্ভাবনা নিয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদশে সময় দুপুর আড়াইটায়।
বিশ্বকাপে দুই দলের দেখা হয়েছে মোট সাতবার। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দুই দলই জিতেছে তিনটি করে ম্যাচ। ১৯৯৯ সালের অবিশ্বাস্য সেই সেমি হয়েছিল টাই। তবে নকআউট পর্বে কখনোই অজিদের হারাতে পারেনি প্রোটিয়ারা।
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ঘিরে রয়েছে শঙ্কা। কেননা কলকাতায় আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রিজার্ভ ডে থাকলেও সেখানেও খেলা নিয়ে শঙ্কা রয়েছে। এমন অবস্থায় টস হতে যাচ্ছে বড় ফ্যাক্টর।
দুই দলের সম্ভাব্য একাদশ-
অস্ট্রেলিয়া-ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড,, স্টিভেন স্মিথ, মার্কাস স্টোয়নিস,, জস ইংলিশ, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল
দক্ষিণ আফ্রিকা- কুইন্টন ডি কক, টেমবা বাভুমা(অধিনায়ক), রসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, , কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, জেরাল্ড কোয়েটজে, আন্দিল ফেহলুকোয়ায়ো/লুঙ্গি এনগিদি
-নট আউট/এমআরএস
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যান্ডারসন...
চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন কোরি অ্যান্ডারসন।

ম্যাচ সেরার পুরস্কার আফগানে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদে...
এটা গর্ব করার মতো মুহূর্ত। বিশ্বকাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়নদেরই হারিয়েছি। এটা পুরো দলে...

বুমরাহদের আলাদা বল দিচ্ছে আইসিসি, অভিযোগ পাক তারকা...
ভারতীয় বোলরা যাতে বাড়তি সুইং পায় সেজন্য আলাদা বল দেওয়া হয় বলে অভিযোগ করেছেন রাজা।

আপনার মূল্যবান মতামত দিন: