ইয়াংয়ের আনবিটেন সেঞ্চুরি, পাত্তাই পায়নি ডাচরা
প্রকাশিত: ৩০ মার্চ ২০২২ ০৩:২০

নট আউট ডেস্কঃ সফরকারী নেদারল্যান্ডসকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে, ওয়ানডে সিরিজ শুরু স্বাগতিক নিউজিল্যান্ডের। মাউন্ট মঙ্গানুইয়ে ডাচদের করা ২০২ রান, উইল ইয়াংয়ের আনবিটেন সেঞ্চুরিতে সহজেই টপকে যায় স্বাগতিকরা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে দলে ছিলেন একাধিক তারকা ক্রিকেটার। তবে, সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লীগের অন্তর্ভুক্ত হওয়ায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে কিউইরা। তাই প্রত্যাশিত জয়টাও ধরা দেয় সহজে।
২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই ওপেনার মার্টিন গাপটিলের উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর উইল ইয়াং ও হ্যানরি নিকোলসের ব্যাটে জয়ের পথেই থাকে স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে দু'জন মিলে গড়েন দেড় শতাধিক রানের জোট। হাফ সেঞ্চুরি পূর্ণ করেন দু'জনেই। তবে হাফ সেঞ্চুরির পরই সাজঘরে ফিরেন নিকোলস। দলীয় ১৭৪ রানে ব্যক্তিগত ৫৭ রানে ফিরেন তিনি।
এরপর বিদায়ী সিরিজ খেলতে নামা রস টেলর ফিরেন ব্যাক্তিগত ১১ রান করে। তবে অন্যপ্রান্তে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তুলে নেন উইল ইয়াং। চতুর্থ উইকেটে অধিনায়ক টম ল্যাথামকে নিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইয়াং। ফলে ১১.৩ ওভার ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় কিউইরা। ৮ চার ও ৩ ছক্কায় ১১৪ বলে ১০৩ রানের ইনিংস খেলেন উইল ইয়াং। নেদারল্যান্ডসের পক্ষে রিপ্পনের শিকার দুই উইকেট।
এর আগে বে ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী নেদারল্যান্ডস। তবে কিউই পেসারদের তোপে মাত্র ২০২ রানে গুটিয়ে যায় ডাচরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন মিচেল রিপ্পন। এছাড়া অধিনায়ক সেলর করেন ৪৩ রান। নিউজিল্যান্ডের পক্ষে অভিষিক্ত পেসার টিকনারের শিকার চার উইকেট। জেমিসন নেন তিন উইকেট।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: