আফগানিস্তানের বোলিং কোচের দায়িত্বে গুল
প্রকাশিত: ২ এপ্রিল ২০২২ ২০:৩৬

নিউজ ডেস্কঃ আফগানিস্তানের জাতীয় দলের জন্য নতুন বোলিং কোচ ও পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। আগামী ৪ এপ্রিল আবুধাবিতে অবস্থিত আফগান দলের ক্যাম্পে যুক্ত হবেন তিনি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আপাতত তিন সপ্তাহের চুক্তি করেছেন গুল। তবে চুক্তির মেয়াদ আরও বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে ৪২৭ উইকটে শিকার করেছেন ৩৯ বছর বয়সী সাবেক পেসার।
পাকিস্তান সুপার লিগ, কাশ্মির প্রিমিয়ার লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগে কোচিং করিয়েছেন গুল। এছাড়া ঘরোয়া পর্যায়েও কোচিং করিয়েছেন তিনি।
জাতীয় দলের দায়িত্ব পেয়ে বেশ খুশি উমর গুল। তিনি বলেন, ‘পিএসএল, কেপিএল, এলপিএল ও ঘরোয়া পর্যায়ে কোচিং করানোর পর একটি আন্তর্জাতিক দলকে সহযোগিতা করতে পারা আনন্দদায়ক। আমার অভিজ্ঞতা দিয়ে আফগান বোলারদের সাহায্য করতে আমি আমার সেরাটা চেষ্টাটা করব।’
অন্যদিকে, ইতিমধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান গ্রাহাম থর্পকে।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: