ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

চার দেশীয় সিরিজে মোটা অঙ্ক আয়ের আশা পিসিবির

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২ ০৯:৩১

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফাইল ছবি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চলতি মাসেই দুবাইয়ে আইসিসির সভায় আনুষ্ঠানিকভাবে আলোচনা হবে চারদলীয় টি-টোয়েন্টি সিরিজের প্রস্তাব। এই সিরিজ থেকে ৬৫ কোটি মার্কিন ডলার আয় হবে বলে আশা করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানকে নিয়ে প্রতি বছর একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। প্রাথমিক পর্বে প্রতি দল একবার করে পরস্পরের মুখোমুখি হবে। যেখানে গ্রুপ পর্বে মোট ৬ টি ম্যাচ হবে। এরপর ফাইনাল এক ম্যাচের বা তিন ম্যাচের হতে পারে।

ধারাবাহিকভাবে চার দেশই টুর্নামেন্টের আয়োজক হবে। যেখানে টুর্নামেন্টের নিয়ন্ত্রণ থাকবে আইসিসির।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর বলা হয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন সিরিজ, আইসিসিরি নানা টুর্নামেন্ট এবং ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ব্যস্ত সূচির মাঝে চারদলীয় সিরিজের একটি সম্ভাব্য সময়ও বের করেছে পিসিবি। সেপ্টেম্বর-অক্টোবরে কোনো এক সময়ে টুর্নামেন্টটি করতে চায় তারা। এই সময়ে অস্ট্রেলিয়া-ভারত-পাকিস্তানে মৌসুম শুরুর সময় এবং ইংল্যান্ডে শেষের সময়।

এই টুর্নামেন্টের মূল লক্ষ্য বিপুল পরিমাণ আর্থিক আয় করা। যেখানে সম্ভাব্য ৬৫ কোটি ডলারের বড় অংশই সম্প্রচার সত্ত্ব ও বাণিজ্যিক চুক্তি থেকে আসবে। এছাড়া আইসিসি ও অন্যান্য সদস্য দেশগুলোকে রাজি করানোর উপকরণও থাকছে এই প্রস্তাবে। এমনকি অংশগ্রহণকারী চার দল ছাড়াও আয়ের একটা বড় অংশ আইসিসির অন্যান্য পূর্ণ ও সহযোগী দেশগুলোও পাবে। তবে এই দেশগুলো আয়ের কত অংশ পাবে তা এখনো বলা হয়নি।

রাজনৈতিক কারণে দীর্ঘ কয়েক বছর থেকে আইসিসি ও এসিসি টুর্নামেন্ট ছাড়া মুখোমুখি হয় না ভারত-পাকিস্তান।

 

-নট আউট/এসআর/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷