ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

জুলাইয়ে নেদারল্যান্ডস সফরে যাবে পাকিস্তান

নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২ ২০:২৭

পাকিস্তান ও নেদারল্যান্ডস দল। ফাইল ছবি পাকিস্তান ও নেদারল্যান্ডস দল। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ করোনার কারনে যে কয়েকটি সিরিজ স্থগিত হয়েছে তার মধ্যে একটি পাকিস্তান-নেদারল্যান্ডস সিরিজ৷ ২০২০ সালের জুলাইয়ের ৪, ৭ ও ৯ তারিখে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল নেদারল্যান্ডসের। কিন্তু মহামারি কারণে সেটি স্থগিত হয় তখন। 

২০২১ সালে সিরিজটি আয়োজন হওয়ার কথা থাকলেও তা আর সম্ভব হয়নি৷ তবে দীর্ঘসময় পর এই সিরিজ আয়োজনের বিষয়ে একমত হয়েছে দুইদেশের ক্রিকেট বোর্ড। 

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের জুলাইতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে নেদারল্যান্ডস সফরে যাবে পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

জুলাইয়ের শেষ সপ্তাহে নেদারল্যান্ডস যাবে পাকিস্তান। ২৮ জুলাই আমসটেলভিনে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে। সিরিজের বাকি দুটি ম্যাচের সূচি এখনো নির্ধারণ হয়নি।

এদিকে আফগানিস্তানের সঙ্গে স্থগিত হওয়া সিরিজ আয়োজনের জন্যও পিসিবিকে অনুরোধ জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। আঁটসাঁট সূচির মধ্যে এখন আফগানিস্তানের বিপক্ষের সিরিজ আয়োজনের সুযোগ খুঁজছে পিসিবি। তবে, এই সিরিজটি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷