ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন রুট

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ০০:১১

দায়িত্ব ছাড়লেন রুট। ফাইল ছবি দায়িত্ব ছাড়লেন রুট। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন তারকা ব্যাটার জো রুট। দলের সাম্প্রতিক ব্যর্থতার জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গুঞ্জন ছিল আগেই, ইংলিশদের দায়িত্ব ছাড়ছেন রুট। তবে, রুট স্পষ্ট জানিয়েছিলেন তার নেতৃত্বেই ইংল্যান্ড দলকে ফেরাতে চান স্বরূপে। শেষ পর্যন্ত মাস খানেকের মাথায় ছাড়তেই হলো ইংলিশদের দায়িত্ব। এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। 

আরও পড়ুনঃ অধিনায়কত্বের সাথে ‘দায়িত্বশীল’ ব্যাটিং উপভোগ করছি: হার্দিক

গত বছর অ্যাশেজে চরম ব্যর্থতার পরই নড়বড়ে হয়েছিল রুটের খুঁটি। এরপর টানা ব্যর্থতায় ইংলিশদের টেস্টের পারফর্ম গিয়ে ঠেকে তলানিতে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পূর্ণ করে ব্যর্থতার ষোলকলা। আর এই ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েই অধিনায়কত্ব থেকে ইস্তফা দিলেন তিনি।

২০১৭ সালে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব পেয়েছিলেন রুট। এরপর তাঁর অধিনে ইংল্যান্ড খেলেছে ৬৪ টি টেস্টে। যার মধ্যে ইংল্যান্ড জয় পায় মাত্র ২৭ টি ম্যাচে। গত দু'বছর ব্যাট হাতে রুটের পারফর্মেন্সও ছিল আকাশচুম্বী, হাঁকিয়েছিলেন ৮টি সেঞ্চুরি। তবে দলের ক্রমাগত ব্যর্থতার ধারাবাহিকতার জের ধরে দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন রুট। অবশ্য গত মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের ব্যর্থতার পর রুটের অধিনায়কত্ব নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছিল। তাঁর জের ধরেই এবার এই সিদ্ধান্ত নিলেন তিনি।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷