আভিজাত্যের ফরম্যাটে ইংল্যান্ডের সফল নেতা জো রুট
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ০১:১২

ক্রিকেটের তিন ফরম্যাটে অন্যতম সেরা ব্যাটার জো রুট। ইংল্যান্ড জাতীয় দলের হয়েও ধারাবাহিকতা অসাধারণ। ক্রিকেটের আল্টিমেট ফরম্যাটেও অসাধারণ নেতৃত্ব দিয়েছেন দলকে। তবে সর্বশেষ অ্যাশেজ ও উইন্ডিজ সিরিজের ব্যর্থতার পর সাদা পোষাকের নেতৃত্বকে বিদায় বললেন এই তারকা খেলোয়াড়।
ক্রিকেটের এই আভিজাত্য ফরম্যাটে ৬৪ ম্যাচে রুটের নেতৃত্বের সময়ে দল জিতেছে ২৭টি ম্যাচ। এটিই এখন পর্যন্ত ইংল্যান্ড জাতীয় দলের কোন অধিনায়কের সর্বাধিক জয়। এই রেকর্ডে রুট পিছনে ফেলেছেন মাইকেল ভনকে। মাইকেল ভনের অধীনে ইংল্যান্ড বিজয়ের উৎযাপন করেছিল ২৬ ম্যাচে। অপরদিকে স্যার অ্যালিস্টার কুক ও স্যার অ্যান্ডরু স্ট্রসের অধীনে জয়ের সংখ্যা ২৪টি করে।
২০১৭ সালে স্যার অ্যালিস্টার কুকের যোগ্য উত্তরসূরী হিসেবে টেস্ট দলের দায়িত্ব নেন রুট। নেতৃত্বের সব গুণাবলি বিদ্যমান ছিল এই ব্যাটারের মধ্যে। দায়িত্ব নেওয়ার পরের বছর ভারতের বিরুদ্ধে ৪-১ ব্যবধানের ঘরের মাঠে সিরিজ জিতে ইংল্যান্ড দল। এছাড়াও আফ্রিকাকে ৩-১ ব্যবধানে পরাজিত করা ছাড়াও আরও বেশ কয়েকটি সিরিজে জয় লাভ করে রুটের নেতৃত্বে থ্রি লায়ন্সরা।
নেতা হিসেবেও অসংখ্য রেকর্ড থাকলেও গত দুই সিরিজে দল ব্যর্থতার দায় মেনে নিয়ে দায়িত্ব ছাড়া রুট বলেন-আমার দেশের অধিনায়কত্ব করতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত গর্বের সাথে গত পাঁচ বছরের দিকে ফিরে তাকাব। দীর্ঘসময়ে কাজটি করা এবং ইংলিশ ক্রিকেটের চূড়ার একজন রক্ষক হওয়াটা সম্মানের বিষয়।
অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে রুট বলেন, উইন্ডিজ সফর থেকে ফিরে এসে আমি টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। এটা আমার ক্যারিয়ারে সবচেয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্ত ছিল কিন্তু আমার পরিবার এবং আমার কাছের লোকদের সাথে এই বিষয়ে আলোচনা করেছি; আমি জানি সময় সঠিক।
পরিবার, সতীর্থ ও সমর্থকদের নিয়ে রুট বলেন, আমি আমার পরিবার, ক্যারি, আলফ্রেড এবং বেলাকে ধন্যবাদ জানাতে এই সুযোগটি নিতে চাই, যারা আমার সাথে এটি সবই কাটিয়েছেনএবং সমর্থনের অবিশ্বাস্য স্তম্ভ হয়ে আছেন। সমস্ত খেলোয়াড়, কোচ এবং সমর্থন স্টাফদের যারা আমার সময়কালে আমাকে সাহায্য করেছেন। মেয়াদকাল। এই যাত্রায় তাদের সাথে থাকতে পারাটা খুবই সৌভাগ্যের বিষয়।
আরও পড়ুনঃ ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব ছাড়লেন রুট
"আমি ইংল্যান্ডের সমস্ত সমর্থকদের তাদের অটল সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। বিশ্বের সেরা সমর্থক পাওয়ায় আমরা ভাগ্যবান, এবং আমরা যেখানেই খেলি না কেন, সেই ইতিবাচকতা এমন একটি জিনিস যা আমরা সবসময় লালন করি এবং প্রশংসা করি, যা সকলের জন্য একটি বিশাল পাওয়া।
রুটের নেতৃত্ব প্রসঙ্গে ইসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেন: জো তার শাসনামলে একজন ব্যতিক্রমী রোল মডেল ছিলেন, টেস্ট অধিনায়কত্বের চাহিদার ভারসাম্য বজায় রেখে নিজের ব্যক্তিগত পারফরম্যান্সের মাধ্যমে উজ্জ্বলভাবে উজ্জ্বল হয়ে উঠেছেন। তিনি উদাহরণ দিয়ে নেতৃত্ব দিয়েছেন, এবং এর ফলে ইংল্যান্ডের যে কোনো অধিনায়কের চেয়ে বেশি টেস্ট জয় হয়েছে, পাশাপাশি বেশ কয়েকটি বিখ্যাত সিরিজ হোম এবং অ্যাওয়ে জয় রয়েছে।
স্যার অ্যালিস্টার কুকের পর রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জো রুট। অধিনায়ক থাকাকালীন করেছেন ১৪টি শতক। এছাড়াও অধিনায়ক হিসেবে তার 5,295 রান ইংল্যান্ডের যে কোনও অধিনায়কের সর্বোচ্চ এবং তাকে গ্রায়েম স্মিথ, অ্যালান বর্ডার, রিকি পন্টিং এবং বিরাট কোহলির পিছনে সর্বকালের তালিকায় 5তম স্থানে রেখেছে।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: