ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

পাকিস্তান ক্রিকেট আসল প্রতিভা খুঁজে পেয়েছে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ২০:২৯

ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন বাবর আজম। ফাইল ছবি। ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন বাবর আজম। ফাইল ছবি।

ক্রিকেট বিশ্বে অন্যতম পরাশক্তি দল পাকিস্তান বর্তমানে সেরা সময় কাটাচ্ছে। জয়-পরাজয়ের সংমিশ্রণে বাইশ গজের লড়াইয়ে যে কোন ক্ষেত্রে শিরোপার যোগ্য দাবিদার। এসময়ের পাকিস্তান দলটির সসদ্যরা মেধাবী এবং পাকিস্তান ক্রিকেট সত্যিকার প্রতিভা খুঁজে পেয়েছে বলেন মনে করেন ভারতীয় সাবেক খেলোয়াড় মোহাম্মদ কাইফ। 

বাবর আজমের সাথে শাহিন শাহ্ আফ্রিদির বিষয়ে কাইফ বলেন: বাবর খুবই ধারাবাহিক। সে নিজের সামর্থ্যের প্রমাণ বারবার দিয়েছে। নিজেদের সর্বশেষ সিরিজেও সে দেখিয়েছে কিভাবে ব্যাটিং করতে হয়। এছাড়া তরুণ আফ্রিদিও মেধাবী। বয়সের সংখ্যায় তরুণ হলেও ক্রিকেটীয় মেধায় অভিজ্ঞ। 

এছাড়াও বাকি সদস্যরাও আপ্রাণ চেষ্ঠা করছে। আপনি কাউকেই হিসেবের খাতা থেকে বাদ দিতে পারবেন না। তারা যেভাবে নিজেদের কাজ করে যাচ্ছে তাতে যে কোন সময় যে কোন কিছুই ঘটলেও অবাক হওয়ার কিছু নেই। 

প্রশংসার সাথে বাবরের পক্ষে হতাশার গল্প শুনিয়েছেন এই সাবেক ভারতীয়। কাইফ বলেন: বাবর যেভাবে খেলছে ক্রিকেট বিশ্ব বাবরকে সেভাবে মর্যাদা দিচ্ছে না। ফ্যাবুলাস ফোর বা ফ্যাব ফোর প্রসঙ্গে তিনি বলেন সময় এসেছে এই নামের খেতাবের পরিবর্তন করা। বিরাট, রুট, স্মিথ, উইলিয়ামের থেকে কোন অংশে পিছিয়ে নেই বাবর। তাই সময় এসেছে ফ্যাব ফাইভ বলার। 

আরও পড়ুনঃ তিন জনের বিদায়ে রাজত্ব অক্ষুন্ন উইলিয়ামসনের

তিনি আরও বলেন: যখন কেউ ভালো খেলবে সে যেই দেশের কিংবা যেই দলের হোক না কেন তা সকলকে মানতে হবে। বাবর পাকিস্তানের অমূল্য সম্পদ। 

সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে দলের জয়ে অবদান রেখেছিলেন পাকিস্তানের অধিনায়ক। টেস্টে সিরিজে ১৯৬ রানের ইনিংস খেলার পর ওয়ানডে সিরিজে ‍দুই সেঞ্চুরি করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন বাবর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড ৩৪৯ রান তাড়ার ম্যাচে সেঞ্চুরি করে পাকিস্তানকে জিতিয়েছিলেন তিনি। এরপর বাবরের প্রশংসা করে টুইট করেছিলেন কাইফ। যেখানে ভারতের সাবেক এই ব্যাটার লিখেছিলেন, ‘বাবরের স্কিল, টেকনিক এবং কলিজা আছে। সে যখন বড় রান তাড়া করে তখন স্বাচ্ছন্দ্যে মানিয়ে নেয়।’

 

-নট আউট/এমআরএস 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷