কোহলি অনেক বেশি ক্লান্তঃ শাস্ত্রী
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২ ২২:১১

নিউজ ডেস্কঃ সবমিলিয়ে খেলা শেষ একশ ইনিংসে কোনো সেঞ্চুরি পাননি বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন কিছুটা ফর্মে থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে এসে ফর্ম হারিয়েছেন। এক সময়ের শিষ্যের এমন অবস্থা যেন মেনেই নিতে পারছেন না রবি শাস্ত্রী। কোহলির বিশ্রামের প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবারের আসর একটুও উপভোগ করতে পারছেন না কোহলি। এবারের আসরে এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে প্রায় ২০ গড়ে করেছেন মাত্র ১১৯ রান। দল সাফল্য পেলেও রান খরায় আছেন তিনি।
কোহলির এমন অবস্থা মেনেই নিতে পারছেন না শাস্ত্রী। ভারতের সাবেক এই কোচ দলটির সাবেক এই অধিনায়কের দুর্দিনে পাশে দাঁড়ালেন। শাস্ত্রীর মতে, কোহলির সেরাটা বের করে আনতে হলে জুন-জুলাইয়ের আগে বা পরে অন্তত দেড়-দুই মাসের ছুটি প্রয়োজন তার।
শাস্ত্রী বলেন, 'আমি এখানে সরাসরি একজনকে নিয়েই বলব। বিরাট কোহলি অনেক বেশি ক্লান্ত। কারো যদি বিশ্রামের প্রয়োজন হয়, সে অবশ্যই কোহলি। সেটা দুই মাসের হোক বা দেড় মাসের হোক। ইংল্যান্ড সফরের আগে বা পরে যখনই হোক।'
আরও পড়ুনঃ দূর্বল পাইপলাইনে রাজত্ব অসম্ভব
'তার বিশ্রামের প্রয়োজন কেননা ৬-৭ বছরের ক্রিকেট তার মাঝে এখনও অবশিষ্ট আছে। আপনি অবশ্যই তাকে বেশি বেশি চাপ দিয়ে সেটা নষ্ট করতে চাইবেন না। সে অবশ্য একাই নয়। ক্রিকেট বিশ্বে আরও ২-১ জন আছে যারা একই রকম সময় পার করছে।'
শেষবার ২০১৯ সালের নভেম্বরে সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে কোহলির ব্যাটে এসেছিল সেই সেঞ্চুরি।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: