ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক স্টোকস
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২ ০০:৪৯

নিউজ ডেস্কঃ ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল টেস্ট অধিনায়ক ছিলেন জো রুট। অ্যাশেজ ও উইন্ডিজ সিরিজে দলের বিপর্যয়ের পর একপ্রকার অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হয়েছিলেন রুট। নেতৃত্ব ছাড়ার পর গুঞ্জন ওঠে সাদা পোষাকে নতুন অধিনায়ক হবে স্টোকস। স্টোকসের সাথে ব্রডের নাম উঠলেও শেষ পর্যন্ত স্টোকস হচ্ছেন রুটের উত্তরসূরী।
এই সপ্তাহে বেন স্টোকসকে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে চূড়ান্ত করা হচ্ছে। মঙ্গলবার নতুন ম্যানেজিং ডিরেক্টর রব কি এমন ইঙ্গিত দিয়েছেন, খবর ডেইলি মেইলের।
একই সঙ্গে নতুন টেস্ট কোচ নিয়োগ দেওয়ার বিষয়টিও প্রায় চূড়ান্ত। কিকে গ্যারি কারস্টেন নিশ্চিত করেছেন, তার হাতে সময় আছে এবং এই দায়িত্ব নিতে আগ্রহী।মঙ্গলবার স্টোকসের সঙ্গে দেখা করতে কি নর্থ ইস্টে যান। বৃহস্পতিবার জো রুটের উত্তরসূরি হিসেবে তার অবস্থান নিশ্চিত করা হবে বলে ব্রিটিশ গণমাধ্যমগুলো জানিয়েছে।
গত ১৫ এপ্রিল রুট পদত্যাগ করার পর থেকে নতুন টেস্ট অধিনায়কের দৌড়ে এগিয়ে ছিলেন তার বন্ধু ও সহঅধিনায়ক স্টোকস। আর বৃহস্পতিবার প্রথমবার গণমাধ্যমে মুখোমুখি হয়ে তাকে দায়িত্বের ঘোষণা দিতে যাচ্ছেন কি।
এদিকে কারস্টেনের সঙ্গে কোচ হওয়ার দৌড়ে আছেন ওটিস গিবসন, সিমন ক্যাটিচ। তবে দক্ষিণ আফ্রিকান কারস্টেনই এগিয়ে। আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে বর্তমানে কাজ করছেন তিনি। কিন্তু এই বছরের প্রতিযোগিতা শেষে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে যোগ দিতে পারবেন।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: