স্বল্প মেয়াদে নেতৃত্বে ভালো করবে স্টোকস: আথারটন
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২২ ২০:৩৯
_copy_600x340-2022-04-30-10-38-14.jpeg)
নিউজ ডেস্ক: জো রুট ইংল্যান্ডের নেতৃত্ব ছাড়ার পর থেকেই গুঞ্জন ছিল নতুন অধিনায়ক হতে যাচ্ছেন বেন স্টোকস। অবশেষে তা সত্যিও হয়েছে। স্টোকসে নেতা হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ড এন্ড ওয়্যালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে তাকে দীর্ঘ মেয়াদে দেখতে চান মাইক আথারটন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়কের মতে, লাল বলের নেতৃত্বে স্টোকসকে দীর্ঘমেয়াদে ভাবা উচিত হবে না।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে স্টোকসকে টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করে ইসিবি। যেখানে দীর্ঘ ১৫-১৬ বছর পর কোনো অলরাউন্ডারকে ইংল্যান্ডের সাদা পোশাকের নেতৃত্বে দেখা যাবে। সাদা পোশাকের নেতৃত্বে স্টোকসকে দীর্ঘ মেয়াদেই বিবেচনা করছে ইসিবি।
জনপ্রিয় ইংলিশ পত্রিকা 'দ্যা টাইমসে' লেখা এক কলামে আথারটন বলেন, 'স্টোকসকে দীর্ঘমেয়াদে অধিনায়ক হিসেবে চিন্তা করাটা ভুল হবে। অনেক দৃঢ় মানসিকতার ক্রিকেটারকেও অধিনায়কত্ব ছাড়তে দেখা গেছে। তার (স্টোকস) সঙ্গে এমনটা যেন না হয়।'
গত কয়েক মাস আগে মানসিক অবসাদের কারণে ছুটিতে ছিলেন স্টোকস। সেই সময়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসরে ছিলেন এই অলরাউন্ডার। তবে মানসিক অবসাদ কাটিয়ে তিনি এখন পুরোদমে ক্রিকেটে ফিরেছেন। তবে এবার নিজের মনোভাব এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য স্টোকসকে স্বল্পমেয়াদে অধিনায়কত্ব দিতে বলছেন আথারটন।
জনপ্রিয় এই ইংলিশ ধারাভাষ্যকারের বক্তব্য, 'তাকে (স্টোকস) স্বল্পমেয়াদের জন্য চাকরিটা (অধিনায়কত্ব) দিয়ে দিন। এতে সে নিজের মনোভাব এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারবে। এরপর নেতৃত্ব ছেড়ে খেলোয়াড় হিসেবে সে খেলুক।'
আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব পাওয়ার আগেও অবশ্য ইংল্যান্ডকে চার ম্যাচে নেতৃত্ব দিয়েছেন স্টোকস। যার মধ্যে ছিল ১ টেস্ট ও ৩ ওয়ানডে। গত বছর তার নেতৃত্বে ঘরের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ করে ইংল্যান্ড। তবে ২০২০ সালে তার নেতৃত্বে সাউদাম্পটন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেটে হেরেছিল ইংল্যান্ড।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: