ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

তাদেরকে দলে চাই যারা আমার মত মানসিকতার: স্টোকস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ মে ২০২২ ০৮:২২

রুটের উত্তরসূরী বেন স্টোকস৷ ছবি ইসিবি রুটের উত্তরসূরী বেন স্টোকস৷ ছবি ইসিবি

নট আউট ডেস্ক: ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলা দলটির নাম ইংল্যান্ড৷ শুধু মাত্র ম্যাচ নয় অধিনায়কের সংখ্যাতেও বাকি সব দেশের থেকে এগিয়ে দলটি৷ তবে সাম্প্রতিক সময় মোটেও সুখকর হচ্ছে না সিরিজ কিংবা ম্যাচ৷ শেষ ১৭ ম্যাচে ৯ হারের বিপক্ষে জয় মাত্র ১টি ৷ সিরিজ হারের বিচারে সংখ্যাটি ৪৷

টানা ব্যর্থতার কারনে ইংল্যান্ডের অন্যতম সফল টেস্ট অধিনায়ক জো রুট পদত্যাগ করেছেন দায়িত্ব থেকে৷ রুটের উত্তরসূরী হিসেবে দায়িত্ব নিয়েছেন বেন স্টোকস৷ মানসিক অবসাদের কারনে ক্রিকেটকে সাময়িক সময়ের জন্য বিদায় বললেও ফিরেছিলেন সর্বশেষ অ্যাশেজে৷ ব্যাট কিংবা বল কোনভাবেই ছিলেন না পুরনো ছন্দে৷ এরপর ইনজুরির কারনে খেলা হয়নি উইন্ডিজের বিপক্ষে৷ তবে দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত স্টোকস৷

নেতা হিসেবে প্রথমবার আনুষ্ঠানিক অনুষ্ঠানে স্টোকস বলেন, আমাদের প্রথম লক্ষ্য মানসিকভাবে আরও দৃঢ় হওয়া৷ ভালো খেললেই সব সময় হয় না৷ প্রয়োজন ম্যাচ জয়৷ কারণ, দিন শেষে ম্যাচ জয়ের ওপর ভিত্তি করেই সবকিছু মূল্যায়ন করা হয়। আমার কাছে সব সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি। কোন বিষয়টি আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, তার ওপর নির্ভর করেই আমি সিদ্ধান্ত নিই। আমার সঙ্গে আরও ১০ জনকে রাখতে চাই, যারা একই মানসিকতার।”

নেতৃত্ব পেয়েই স্টোকস বলেছিলেন, দুই অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডকে দলে ফেরত চান তিনি। গত অ্যাশেজে ভরাডুবির পর দল পুনর্গঠন করে সামনে তাকানোর কথা বলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ দেওয়া হয়েছিল ১ হাজার ১৭৭ উইকেট শিকারি দুই বোলারকে। তাদের সুযোগ দেওয়ার কথা আবারও বললেন নতুন অধিনায়ক।

“একটি টেস্ট ম্যাচ জেতার সেরা উপায় হলো ১১ জন সেরা খেলোয়াড় বাছাই করা। যদি জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড ফিট থাকে, তাদের দলে নেওয়া হবে, কারণ তারা ইংল্যান্ডের সেরা দুই বোলার। আমার মতে, তাদের কখনও দলে বিবেচনা না করাটা বোকামি। তারা সেরা একাদশের অংশ।”

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷