লঙ্কান ক্রিকেটারদের স্মার্ট হতে বললেন কোচ সিলভারউড
প্রকাশিত: ৭ মে ২০২২ ০২:২০

নট আউট ডেস্ক: বাংলাদেশ সফরে দুই টেস্টের মাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেট দলের নতুন কোচের যাত্রা শুরু হবে৷ লঙ্কান ক্রিকেটারদের ফর্মহীনতা ও দেশটিতে আর্থিক দূরবস্থার কারনে কিছুটা চাপে রয়েছে কোচ ক্রিস সিলভারউড৷ সফর শুরুর আগে ক্রিকেটারদের নতুন বার্তা দিয়েছেন এই কোচ৷
বাংলাদেশ সফরের আগে লঙ্কানদের হয়ে প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিটি দল নিজেদের মাঠে শক্তিশালী প্রতিপক্ষ৷ বাংলাদেশের বিপক্ষে জিততে হলে আমাদের নির্ভিক ক্রিকেট খেলার কোন বিকল্প নেই৷ এছাড়া সবাইকে ক্রিকেট মাঠে স্মার্ট হতে হবে৷
পরিকল্পনা প্রসঙ্গে সিলভারউড বলেন, ‘গত কয়েক সপ্তাহ আমরা শুধু পরিসংখ্যান ঘাটাঘাটি করেছি, কীভাবে উন্নতি করা যায় তা নিয়ে ভেবেছি। এর মধ্যে একটা হল রান করার তাড়তা। ব্যাটারদের নির্ভয়ে খেলার আত্মবিশ্বাস দিতে হবে। তার মানে এই না আমরা দুঃসাহসিক হয়ে যাব। আমি বলতে চাচ্ছি- আমাদের এখন স্মার্ট হতে হবে। আমি চাই তারা ইতিবাচক হোক, সাহসী হোক। এই মানসিকতা থাকলে ডট বলের হার কমে যাবে, স্ট্রাইক রেট বাড়বে।’
তিনি আরও বলেন, ‘আমাদের রান করতে হবে, এটাই ব্যাটিং লাইনআপের কাছে চাওয়া। আমি চেষ্টা করব ছেলেদের আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে, যাতে তারা উইকেটে গিয়ে বড় ইনিংস খেলতে পারে। বিশেষ করে প্রথম ইনিংসে, যার ওপর ভর করে আমরা বল করতে পারব।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: