টেস্ট ক্রিকেটের ভবিষ্যত অন্ধকার
ক্রিকেট এখন ব্যবসায় পরিণত হয়েছে: গেইল
প্রকাশিত: ৭ মে ২০২২ ০৬:২১

নট আউট ডেস্ক: ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন ক্রিস গেইল৷ তার চার ছক্কার দাপুটে ব্যাটিংয়ে নতুন ভাবে পরিচয় দেওয়ার কোন সুযোগ রাখেননি৷ দৌঁড়ে রানের চেয়ে বাউন্ডারি মারতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করলেও টেস্টে সংস্করণের ভবিষ্যত নিয়ে চিন্তিত এই ইউনিভার্স বস ৷
ক্রিকেটের তিন সংস্করণের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার সবার উপরে টি-টুয়েন্টি ফরম্যাট৷ সবার উপরে থাকার কারন মোটেও কারও অজানা নয়৷ ফ্র্যাঞ্চাইজি লিগে মোটা অঙ্কের টাকার কারনে অনেকেই নিজেকে সরিয়ে রাখেন নিজ দেশের খেলা থেকে৷ ইনজুরি কিংবা অধিক পরিশ্রমের ভয়ে খেলতে চান না টেস্ট ম্যাচ৷
ক্রিস গেইল বলেন, ‘এখন টেস্ট ক্রিকেট কিছুটা বিপদে আছে। আমি নিচের সারির দলগুলো নিয়ে চিন্তিত। তারা পুরোপুরি সমর্থন পাচ্ছে না। খেলাটি এখন ব্যবসায় পরিণত হয়ে গেছে। নিচের সারির দলগুলো মাত্র একটি বা দু’টি টেস্ট ম্যাচ পাচ্ছে।’
র্যাংকিংয়ের নীচের সারির দলগুলোকে বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে আইসিসির কাছে অনুরোধও করেছেন গেইল।
১০৩টি টেস্টে ৪২ দশমিক ১৮ গড়ে ৭২১৪ রান করা গেইল বলেন, টেস্ট ক্রিকেট এখন বড় দলগুলোর মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়েছে। নীচের সারির দলগুলো বাদে নিজেদের মধ্যে অনেক বেশি টেস্ট খেলছে ভারত-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: