উমরানকে বিশ্বমঞ্চে দেখতে চায় শোয়েব
প্রকাশিত: ১৬ মে ২০২২ ০৩:১২

নট আউট ডেস্ক: রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত শোয়েব আক্তার তার ক্যারিয়ারের শুরু থেকেই গতিকে শক্তিতে পরিণত তুলে নিয়েছিলেন অসংখ্য উইকেট৷ এমনকি তার করা বল খেলতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতো না কোন ব্যাটারই৷ তাই হয়তো মজার ঝলে তামিম বলেছিলেন, 'যেদিন শোয়েবের বল খেলি ভেবেছিলাম আজ আমার শেষ দিন'৷
দীর্ঘ ২০ বছর ধরে অক্ষুন্ন রয়েছে শোয়েবের করা দ্রুতগতি বলের রেকর্ড৷ এই সময়ের মধ্যে এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি যার মাধ্যমে ভাঙতে পারে এই রেকর্ড৷ তবে সেই স্বপ্ন দেখাচ্ছে আইপিএল মাতানো উমরান মালিক৷ তাই উমরানকে বিশ্বমঞ্চে দেখতে চেয়ে ইচ্ছে প্রকাশ করেছেন শোয়েব আক্তার৷
উমরানের দুর্দান্ত পেস দেখে তাকে ভারতের জাতীয় দলে জায়গা করে দেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। শোয়েবেরও একই আহ্বান, ‘আমি তাকে বিশ্ব মঞ্চে দেখতে চাই, সে এটার দাবি রাখে। বর্তমানে খুব বেশি বোলার নেই যারা ১৫০ কিলোমিটার অতিক্রম করেছে। আমরা দেখেছি উমরান সেই জায়গায় ধারাবাহিক বোলিং করে যাচ্ছে।
ইনজুরি একজন পেসারের জীবনে কতটা বাঁধা তা ভালো করেই জানা আছে শোয়েবের৷ তাই ইনজুরি প্রসঙ্গে উমরানকে নিয়ে বলেন,আমি চাই উমরান ১০০ মাইল অতিক্রম করুক। সে যদি ১০০ মাইলের ক্লাবে যায়, আমি খুশি হবো। কিন্তু তাকে ইনজুরি থেকে দূরে থাকতে হবে, যেটা তার ক্যারিয়ারের ইতি টানতে পারে।’
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: