ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ইংল্যান্ডে সফরে এসে বিপাকে কিউইরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২২ ০১:৪৯

করোনা পজিটিভ হয়েছেন হেনরি নিকোলস। ফাইল ছবি করোনা পজিটিভ হয়েছেন হেনরি নিকোলস। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ তিন টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল এখন অবস্থান করছে ইংল্যান্ডে। আগামী মাসের (জুন) প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া এই সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে কিউইরা। ইংল্যান্ড সফরের দলে থাকা কিউইদের তিন সদস্য হয়েছেন করোনা আক্রান্ত। যেখানে আক্রান্তদের মধ্যে দুই ক্রিকেটারসহ রয়েছে নিউজিল্যান্ডের বোলিং কোচ।

গতকাল (শুক্রবার) র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের পর তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা আক্রান্ত'রা হলেন ফাস্ট বোলার ব্লেয়ার টিকনার, ব্যাটার হেনরি নিকোলস এবং বোলিং কোচ শেন জার্গেনসন। করোনা পজিটিভ হওয়া এই তিনজনকেই পাঠানো হয়েছে পাঁচ দিনের আইসোলেশনে।

এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই তিনজন ছাড়া দলের বাকিদের সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে আজ থেকে শুরু হতে যাওয়া সাসেক্সের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচটি নির্ধারিত সময়েই মাঠে গড়াবে। 

করোনা আক্রান্ত হওয়ায় নিকোলস ও টিকনার, আগামী ২৬ মে থেকে শুরু হওয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও মিস করবেন। তবে করোনা নেগেটিভ হলেই মিলবে লর্ডসে আগামী ২ জুন থেকে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম টেস্টে খেলার অনুমতি। 

করোনা আক্রান্ত হেনরি নিকোলস নিউজিল্যান্ড টেস্ট দলের নিয়মিত মুখ হলেও, সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় রয়েছেন পেসার ব্লেয়ার টিকনার।

উল্লেখ্য, লর্ডসে আগামী ২ জুন শুরু হবে তিন টেস্ট সিরিজের প্রথমটা। এরপর আগামী ১০ জুন নটিংহ্যামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ২৩ জুন থেকে, ম্যাচটি অনুষ্ঠিত হবে হেডিংলিতে। 

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), উইল ইয়ং, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ক্যামেরন ফ্লেচার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, হামিশ রাদারফোর্ড, টিম সাউদি, ব্লেয়ার টিকনার ও নিল ওয়েগনার।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷